ব্যাংককের বাজারে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত, হামলাকারীর আত্মহত্যা

থাইল্যান্ডের ব্যাংককের বাজারে বন্দুকধারীর হামলার পর ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বাজারে আজ সোমবার এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন, যিনি নিজেই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থাইল্যান্ড পুলিশ। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন।
মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত বন্দুকধারীর পরিচয় ও তার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে।
বাং সুঁয়ে এলাকার পুলিশ কর্মকর্তা সানোং সেংমানি জানিয়েছেন, গুলির ঘটনায় কোনো পর্যটক হতাহত হননি। ওই বাজারে প্রধানত কৃষিজাত পণ্য বিক্রি হয়।
পুলিশের ভিডিও ফুটেজে সাদা টুপি পরা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে, যিনি বাজারের পার্কিং লটে ব্যাকপ্যাক নিয়ে হেঁটে যাচ্ছিলেন।
থাইল্যান্ডে বন্দুকধারীর হামলা নতুন ঘটনা নয়। ২০২৩ সালের অক্টোবরে একটি শপিং মলে ১৪ বছর বয়সী এক বন্দুকধারী দুজনকে হত্যা এবং পাঁচজনকে আহত করেছিল। এর এক বছর আগে ২০২২ সালে পূর্বাঞ্চলের এক নার্সারিতে সাবেক পুলিশ কর্মকর্তা গুলি ও ছুরিকাঘাতে ৩৬ জনকে হত্যা করেন, যার মধ্যে ২২ জন শিশু ছিলেন।
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ, যেখানে পর্যটন খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।