চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার শুনানি
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার আদালত প্রথমে যে আদেশ দিয়েছিলেন, কয়েক ঘণ্টার ব্যবধানে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্ময়ের আইনজীবীর বক্তব্য শোনা হবে। এজন্য আগামী রোববার (৪ মে, ২০২৫) শুনানির নতুন দিন ধার্য করেছেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ২১:৪৮