জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য ক্লোজড

কুষ্টিয়ায় ‘জুলাই বিপ্লব’ নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পাশাপাশি, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের অংশ হিসেবে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে ছুটিতে থাকলেও, ইতোমধ্যে তার ছুটি বাতিল করা হয়েছে।
এই ঘটনায় ব্যাপক ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় ছাত্রসমাজ। কুষ্টিয়া জেলা শহরে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ওই পুলিশ সদস্য তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’কে অবমাননা করে একটি পোস্ট দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ছাত্র সংগঠনগুলো বিক্ষোভে নেমে আসে।
রাত ৯টার দিকে কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক অবরোধ করে সড়কজুড়ে অবস্থান নেয়। তারা ফারজুল ইসলামের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, “ফারজুল ইসলাম রনি যে ধরনের অবমাননাকর মন্তব্য করেছেন, তা কেবল জুলাই বিপ্লব নয়, দেশের মানুষের রক্তঝরা সংগ্রামের ইতিহাসকে অপমান করা। আমরা তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
একই দাবি জানান সদস্যসচিব মোস্তাফিজুর রহমানও। তিনি বলেন, “জুলাই বিপ্লব দেশের ছাত্র সমাজের গৌরব। একজন পুলিশ সদস্য যদি রাষ্ট্রীয় বিপ্লবকে কটাক্ষ করেন, তাহলে তা ক্ষমার অযোগ্য। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, মুখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধন, নয়ন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মারুফ তালহা, রাসেল পারভেজসহ শতাধিক নেতাকর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত জালাল উদ্দিন মৃধা। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “তার ফেসবুক পোস্টের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশের সব ইউনিটে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ যদি জুলাই অভ্যুত্থান বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শেখ শাহাদাত আলী জানান, “অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে নিয়মিত আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”