যেদিকে তাকাই, ব্যবসায়ীদের সিন্ডিকেট দেখি: লুৎফে সিদ্দিকী
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অভিযোগ করেছেন, দেশে যেদিকে তাকানো যায়, সেদিকেই ব্যবসায়ীদের কোনো না কোনো সিন্ডিকেট সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, কাঠামোগত পরিবর্তনের পথে বড় বাধা হলো এই গোপন সমঝোতা।
আজ শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ২০৩০: অংশীদারত্বমূলক অর্থনৈতিক সমৃদ্ধির পথে’ শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এবং নিমফিয়া পাবলিকেশন।
শনিবার, ১০ মে ২০২৫, ২১:৪৪