পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তার বদলি, ১ জন ওএসডি

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মোট ১৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেগুলোর ওপর স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম ও মো. আবুল কালাম আযাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। পাশাপাশি মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে ওএসডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া আরও ১৭ জন কর্মকর্তাকে বদলি করে নতুন নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, সারদা, নৌপুলিশ, রেলওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিটে এই কর্মকর্তাদের পুনর্বিন্যাস করা হয়েছে। কেউ সদর দপ্তরে, কেউ রেঞ্জ অফিসে, কেউবা সরাসরি ইউনিটের দায়িত্বে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আছেন অতিরিক্ত ডিআইজি, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা।
প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবর্তনগুলো এখন থেকেই কার্যকর ধরা হচ্ছে। প্রশাসনিক এই রদবদলকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এটি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনে দিচ্ছে।