নিরাপত্তাজনিত কারণে রাশিয়ার নৌ কুচকাওয়াজ বাতিল

নিরাপত্তার শঙ্কায় বাতিল রাশিয়ার নৌ কুচকাওয়াজ
‘নিরাপত্তার কারণে’ বার্ষিক নৌবাহিনী দিবসের কুচকাওয়াজ বাতিল করেছে রাশিয়া। রোববার অনুষ্ঠানের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তবে ঠিক কী ধরনের নিরাপত্তা হুমকি ছিল, তা সুনির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এটি সামগ্রিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
প্রতি বছর জুলাই মাসের শেষ রোববার রাশিয়ার নৌবাহিনী দিবস উদ্যাপন করা হয়। এই উপলক্ষে সেন্ট পিটার্সবার্গসহ বিভিন্ন উপকূলীয় শহরে কুচকাওয়াজ, যুদ্ধজাহাজ প্রদর্শনীসহ নানা আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। কিন্তু এবছর সেন্ট পিটার্সবার্গের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উপকূল দিয়ে যুদ্ধজাহাজ ও সাবমেরিন অতিক্রমের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে—কারণ না জানিয়েই।
উল্লেখ্য, সোভিয়েত আমলে বন্ধ হয়ে যাওয়া এই দিবস ২০১৭ সালে পুনরায় চালু করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় পুতিন ইউক্রেন যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া রুশ নাবিকদের ‘সাহস’ ও ‘বীরত্বের’ প্রশংসা করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা চলমান বাস্তবতার মধ্যেই এবারের দিবস উদ্যাপন করছি।” তিনি জানান, ‘জুলাই স্টর্ম’ নামে একটি সামরিক মহড়া ইতোমধ্যে শুরু হয়েছে, যেখানে বাল্টিক, কাস্পিয়ান, আর্কটিক ও প্রশান্ত মহাসাগরে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজার সেনা অংশ নিচ্ছেন।
পুতিন আরও বলেন, “রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করাই আমাদের সর্বোচ্চ দায়িত্ব।” ক্রেমলিনের তথ্যমতে, সেন্ট পিটার্সবার্গ থেকেই তিনি এই ভিডিও বার্তা দিয়েছেন।