নাক ঝাড়ার সময় রক্তের চাকা বের হলে কি ওযু ভেঙে যাবে?

সর্দির কারণে মাঝে মাঝেই আমার নাক বন্ধ হয়ে থাকে। বিশেষত ঘুম থেকে ওঠার পর এ সমস্যাটা বেশি হয়। তখন ওযু করার পরও নাক ঝাড়লে প্রায়ই চাকার মতো জমাট বাঁধা রক্ত বের হয়ে আসে।
জানতে চাই, নাক ঝাড়ার সময় এ রকম রক্তের চাকা বের হলে কি ওযু ভেঙে যাবে?
উত্তর: নাক ঝাড়ার সময় ভেতর থেকে জমাট বাঁধা রক্ত বের হলে ওযু নষ্ট হয় না। তাই এক্ষেত্রে আপনাকে পুনরায় ওযু করতে হবে না।
* >خلاصة الفتاوى< ১/১৫ : الرجل إذا استنثر، فخرج من أنفه علق قدر العدسة، لا ينقض الوضوء.
–আলমুহীতুল বুরহানী ১/২০৩; আলবাহরুর রায়েক ১/৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১১; শরহুল মুনইয়া, পৃ. ১৩৬; রদ্দুল মুহতার ১/১৩৯
সুত্র: মাসিক আল-কাউসার