যবানের হেফাজত জান্নাতের যামানত
ধরা যাক, কিছু লোক একটি জায়গায় একত্রিত হয়েছে। এরা জানে, সেখানে সিআইডির টেপরেকর্ডার রাখা হয়েছে। এখন, প্রত্যেকেই সাবধান হয়ে কথা বলবে। কারণ, তারা জানে যে, তাদের কথাগুলো রেকর্ড হচ্ছে এবং ভবিষ্যতে তা তাদের বিপদে ফেলতে পারে। এটি মনে রেখে, তারা সচেতন হয়ে কথা বলবে।
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:০৩