হাসিমুখে কথা বলার ফজিলত-সওয়াব
মানবজীবনের প্রতিটি কাজেই রয়েছে কল্যাণ ও সওয়াব। ইসলামে হাসিমুখে কথা বলাও সওয়াবের কাজ। মানুষের সঙ্গে সুন্দর আচরণ ও হাসিমুখে কথা বলা শুধু সৌজন্যের বিষয় নয়; বরং এটি পারিবারিক শান্তি, সামাজিক বন্ধন, এবং সহমর্মিতার একটি শক্তিশালী নিয়ামক। ইসলামে এটি সুন্নত হিসেবেও পরিচিত।
সামান্য একচিলতে হাসি মানুষকে জয় করার সহজ উপায় এবং সম্পর্ককে মজবুত করে তোলে।
হজরত আবু জার (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সদকাস্বরূপ।’ (তিরমিজি, ১৯৫৬)
রাসূল (সা.) আরো বলেছেন, ‘তোমার সৎকাজের আদেশ, অসৎকাজ থেকে বিরত রাখার নির্দেশ, পথহারা ব্যক্তিকে সঠিক পথ দেখানো, বা পথ থেকে কাঁটা, পাথর, কিংবা অন্য প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া—এসব কাজও সদকার অন্তর্ভুক্ত।’
বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৪