ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে জেগে উঠেছে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বলেছেন, বাংলাদেশ গরিব দুঃখী মেহনতি মানুষের রক্তে গড়া। বনেদিদের বাংলাদেশ আর থাকবে না। অনেক দল থেকে আসন সমঝোতার অফার দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশের অধিকার মালিকানা কায়েম করতে চাই। ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। পুঁজিবাদী অর্থব্যবস্থার কবর রচনা করে আল্লাহর আইনের ব্যবস্থা রচনা করা হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ৮ দলের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালদিঘির ময়দানে এই সমাবেশের আয়োজন করা হয়।
মাওলানা মামুনুল হক বলেন, এবার ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলার মাটিতে জেগে উঠেছে। সকল চক্রান্ত, আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে জনতার বিজয় হবে।
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০:১৪