৭.৭৫ কোটি টাকার স্থাপনা ভেঙে নতুন স্মৃতিস্তম্ভ গড়ার কাজ শুরু

জামালপুর শহরের নান্দনিক সৌন্দর্যের প্রতীক বিজয় চত্বর ভেঙে ফেলা হচ্ছে। ওই স্থানে নতুনভাবে নির্মাণ করা হবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, যা ৩ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে বাস্তবায়ন হচ্ছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটায় অবস্থিত বিজয় চত্বরের মূল স্তম্ভ ভাঙার কাজ শুরু হয়। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারা দেশের ন্যায় জামালপুরেও জুলাই শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানা গেছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালে প্রায় ৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে চত্বরটি নির্মাণ করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, যার নামকরণ করা হয়েছিল মির্জা আজম চত্বর হিসেবে। তৎকালীন সময়ে এটি জামালপুরের গুরুত্বপূর্ণ একটি ল্যান্ডমার্কে পরিণত হয়।
তবে সরকার পরিবর্তনের পর এখন সেখানে নতুন করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে এই চত্বরটি ভেঙে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।