শৈশব কৈশরেই ওদের বেশি যত্ন প্রয়োজন
কিশোর মামুন রশীদ। বয়স মাত্র ১৪ বছর। খাবারে কোন রুচি নেই তার। ছোটবেলা থেকেই সে দুধ-ডিম ও মাছ-মাংস খেতে পছন্দ করত না। নানা ধরনের ফাস্টফুড, কোমল পানীয় তথা জাঙ্ক ফুডই ছিল তার পছন্দের খাবার। তার মা জানান, ‘বয়স অনুযায়ী তার(মামুন) উচ্চতা কম এবং সে পড়ালেখায় ভীষণ অমনোযোগী।
শনিবার, ১৬ এপ্রিল ২০২২, ১১:৩৫