আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে বলে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সরকারের পক্ষ থেকে সবার প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী তৎপরতা সম্পর্কিত জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রেখেছে এবং সেই আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে জনদাবির প্রতি সম্মান জানিয়ে সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযুক্ত ছাত্রলীগকে প্রচলিত আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে।
এছাড়া, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে উদ্যোগ নিয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে জনমনে যে ক্ষোভ দেখা দিয়েছে, সে প্রসঙ্গেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের বিষয়ে সরকার সচেতন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।