রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও “দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী” ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি বিটিআরসির সামনের সড়ক অবরোধ করলেন মোবাইল ব্যবসায়ীরা পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সুদানে ‘নৃশংসতা ঢাকার চেষ্টার’ মধ্যে মিলিশিয়া হামলা, নিহত ১১৪ মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

অর্থনীতি

মানুষের মাথায় হাত বুলিয়ে, আবার ধমক দিয়েও কাজ করাতে হচ্ছে

 প্রকাশিত: ২১:১৪, ২৬ জুলাই ২০২৫

মানুষের মাথায় হাত বুলিয়ে, আবার ধমক দিয়েও কাজ করাতে হচ্ছে

দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোর দুরবস্থার চিত্র তুলে ধরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “মানুষের মাথায় হাত বুলিয়ে, আবার ধমক দিয়েও কাজ করাতে হচ্ছে।”

শনিবার ঢাকার সিরাডাপ মিলনায়তনে আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের নতুন গ্রন্থ ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে এই আয়োজন করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, “বিগত সরকারের সময় আইনের ব্যত্যয় তো হয়েছেই, সেই সঙ্গে প্রশাসনিক প্রক্রিয়াগুলোও ধ্বংস হয়েছে। মানুষগুলো কিন্তু একই থেকে গেছেতাদের পরিবর্তন হয়নি। এ অবস্থায় সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করা সম্ভব নয়, তাই চাপ দিয়েও আবার বুঝিয়ে-শুনিয়েও কাজ করাতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার চায় দ্রুত একটি রাজনৈতিক সরকার এসে দিকনির্দেশনা দিক। দেশের ব্যাংক খাতের ৮০ শতাংশ সম্পদ নিয়ে গেছে, আইএমএফ বলেছে, এটি পুনর্গঠনে প্রয়োজন ৩৫ বিলিয়ন ডলার। বর্তমানে দেশে কার্যকর কোনো প্রতিষ্ঠান নেই বললেই চলে।”

সুশাসন ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের ক্ষমতার ভারসাম্য নেই। এভাবে সংস্কার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্বৈরাচার পতনের পর দেশে দুর্নীতি বেড়েছে। এখন ঘুষের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কোথাও কোনো সুশাসন বা নিয়ন্ত্রণ নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এবং গবেষক আলতাফ পারভেজ।