নতুন বেতন কাঠামো গঠনে ২২ সদস্যের পে কমিশন
সরকার নতুন জাতীয় বেতন কাঠামো নির্ধারণে ২২ সদস্যের একটি পে কমিশন গঠন করেছে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে কমিশন এ বিষয়ে সুপারিশ পেশ করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে রবিবার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রোববার, ২৭ জুলাই ২০২৫, ২৩:১৫