ফল আমদানিতে উৎসে কর কমল
আঙুর, নাশপাতি, কমলা, মাল্টাসহ কয়েক ধরনের ‘তাজা ও শুকনা’ ফল আমদানির উৎসে কর ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে। এসব ফলের তালিকায় রয়েছে ‘তাজা বা শুকনা’ কমলালেবু, ‘লেবুজাতীয়’ ফল, আঙুর, আপেল ও নাশপাতি।
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১৭:২০