সংস্কার ছাড়া যেনতেন নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান

ফেনীতে সুধী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, “আমাদের সন্তানদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে না, কাউকে বেইমানি করতেও দেওয়া হবে না। দেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তিকে গড়ে উঠতে দেওয়া হবে না।”
শনিবার সন্ধ্যায় ফেনী শহরের একটি গণমিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।
শফিকুর রহমান বলেন, “আমাদের সন্তানরা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, সেই রক্তের মূল্য আমরা দিতে প্রস্তুত। আমরা আর কোনো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ দেখতে চাই না। তা–ই যদি হয়, তাহলে এত মানুষ জীবন দিল কেন? আমরা ন্যায়ের পক্ষে আছি, জনগণের অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাব। যত দিন ফ্যাসিবাদের শেষ চিহ্নও বাংলাদেশে রয়ে যাবে, তত দিন এ লড়াই চলবে।”
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং ফেনী–২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লিয়াকত আলী ভূঁইয়া।
এর আগে বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় ফেনী জেলা জামায়াতের রুকন সম্মেলন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হলে কালোটাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ হবে, ফ্যাসিবাদের সুযোগ থাকবে না। কিন্তু একটি বিশেষ দল প্রোপাগান্ডা চালাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আমরা বলছি, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া যাবে না।”
রুকন সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম, মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ আলাউদ্দিন এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।