“বাংলাদেশে কৌশলগত স্বার্থ নেই দক্ষিণ কোরিয়ার”—রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
ভারত, চীন কিংবা যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার কোনো কৌশলগত স্বার্থ নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
বুধবার (২৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, “দক্ষিণ কোরিয়া ভারত, চীন বা আমেরিকা নয়। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার কোনো কৌশলগত স্বার্থ নেই। তাই উভয় দেশ পারস্পরিকভাবে লাভজনক উপায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিকশিত করতে পারে।”
তিনি আরও বলেন, “ভারত তার কৌশলগত স্বাধীনতার ওপর দৃষ্টি রাখছে, চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ইন্দো-প্যাসিফিক কৌশল। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া একটি ভিন্ন অবস্থান নিয়ে এগোতে চায়।”
সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে কিছু জটিলতার কথা তুলে ধরেন পার্ক ইয়ং সিক। তিনি বলেন, “বাংলাদেশি ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে, চট্টগ্রাম বন্দরের প্রক্রিয়া দীর্ঘ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) বর্তমান নীতিগত বাধাও একটি বড় প্রতিবন্ধকতা।”
বিআইআইএসএস আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন বিআইআইএসএস চেয়ারম্যান এএফএম গৌসাল আজম সরকার। প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন।
বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক মাহফুজ কবির “বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্কের মাত্রা” শীর্ষক একটি বিশ্লেষণাত্মক উপস্থাপনা দেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আরও কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানো জরুরি।”