ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ

বাংলাদেশি ভোগ্যপণ্যের আমদানি নিয়ে নতুন বিধি জারি করেছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, এখন থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে আর কোনো বাংলাদেশি ভোগ্যপণ্য প্রবেশ করতে পারবে না। একইসঙ্গে তৈরি পোশাক আমদানিতেও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে নয়া দিল্লি।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতা ও নব সেবা (জওহরলাল নেহরু) সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য প্রবেশের অনুমতি থাকবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, “জেনারেল নোটস রিগার্ন্ডিং ইমপোর্ট পলিসিতে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এটি ভারতের আমদানি-রপ্তানির শ্রেণিবিন্যাস ব্যবস্থা ‘আইটিসি (এইচএস) ২০২২’-এর সিডিউল ১ (আমদানি নীতি) এর অধীন প্রণীত হয়েছে।”
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আমদানি নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ভারত এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে প্রায় এক মাস আগে বাংলাদেশও ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধের নির্দেশ দেয়।