বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘রাষ্ট্রদ্রোহ’: বিচারের জন্য প্রস্তুত হাসিনাসহ ২৮৬ জনের মামলা নভেম্বরে ঢাকায় ১৭ ককটেল বিস্ফোরণ, ৯ যানবাহনে আগুন আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ মামুন হত্যা: আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারকে চিঠি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২ ৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে মামুনের শরীরে ৭ গুলির চিহ্ন, ৬টিই ছেদ করে বেরিয়ে যায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু গভীর রাতে ঢাকায় ৩ বাসে আগুন

জাতীয়

ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর

 প্রকাশিত: ২১:০৭, ১৬ মে ২০২৫

ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক হোসেনকে নিয়ে উল্লাস

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক হোসেনকে নিয়ে উল্লাসে মেতেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে কাকরাইল মোড়ে ইশতিয়াক পৌঁছালে আন্দোলনকারীরা তাকে কাঁধে তুলে আনন্দ প্রকাশ করেন। সরেজমিনে দেখা যায়, তার নামে স্লোগান দেওয়া হয় এবং মজার ছলে তার দিকে খালি পানির বোতল ছুঁড়ে মারা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ইশতিয়াককে আটক করে। তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন শুক্রবার বিকেলে তাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয় বলে ডিএমপির খুদে বার্তায় জানানো হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, “ইশতিয়াক অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী। সে নিজের বিশ্ববিদ্যালয়ের দাবির প্রতি সমর্থন জানিয়ে শুরু থেকে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করার ঘটনায় তাকে গতকাল রাতে আটক করা হয়েছিল। আজকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে আবার আন্দোলনে অংশ নিচ্ছে। এ কারণেই সবাই তাকে নিয়ে উল্লাস করছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপ করা হয়। ওই ঘটনার পরই পুলিশ ইশতিয়াককে আটক করে।

এদিকে আন্দোলনকারীদের দাবি, উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। এ দাবিও আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।

এছাড়া সরকার ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে বলেও জানানো হয়েছে।