ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক হোসেনকে নিয়ে উল্লাস
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক হোসেনকে নিয়ে উল্লাসে মেতেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে কাকরাইল মোড়ে ইশতিয়াক পৌঁছালে আন্দোলনকারীরা তাকে কাঁধে তুলে আনন্দ প্রকাশ করেন। সরেজমিনে দেখা যায়, তার নামে স্লোগান দেওয়া হয় এবং মজার ছলে তার দিকে খালি পানির বোতল ছুঁড়ে মারা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ইশতিয়াককে আটক করে। তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন শুক্রবার বিকেলে তাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয় বলে ডিএমপির খুদে বার্তায় জানানো হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, “ইশতিয়াক অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী। সে নিজের বিশ্ববিদ্যালয়ের দাবির প্রতি সমর্থন জানিয়ে শুরু থেকে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করার ঘটনায় তাকে গতকাল রাতে আটক করা হয়েছিল। আজকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে আবার আন্দোলনে অংশ নিচ্ছে। এ কারণেই সবাই তাকে নিয়ে উল্লাস করছে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপ করা হয়। ওই ঘটনার পরই পুলিশ ইশতিয়াককে আটক করে।
এদিকে আন্দোলনকারীদের দাবি, উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। এ দাবিও আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।
এছাড়া সরকার ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে বলেও জানানো হয়েছে।