বহু জাতিগোষ্ঠী ও ভাষার রাষ্ট্রব্যবস্থা চায় এনসিপি: বান্দরবানে পথসভায় নেতারা

এনসিপির পথসভায় বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাতে বান্দরবান প্রেসক্লাব চত্বরে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। সেখানে সব নাগরিকের জন্য সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। এ জন্য একটি নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার রাতে বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সন্ধ্যায় এনসিপির নেতারা শহরে এসে প্রেসক্লাব চত্বর থেকে পদযাত্রা শুরু করেন, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সাড়ে আটটার দিকে শুরু হয় পথসভা।
নাহিদ ইসলাম বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের সংবিধান সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত না করে বিভাজনের ভিত্তি তৈরি করেছিল। এই বিভাজন লুটপাটকারীদের সুযোগ করে দিয়েছে।” তিনি বলেন, এনসিপি জাতীয় সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতায় প্রতিশ্রুতিবদ্ধ। বিভাজন দূর করে আলোচনার মাধ্যমে সবার অধিকার প্রতিষ্ঠাই হবে তাদের লক্ষ্য।
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুরের নিন্দা জানিয়ে তিনি বলেন, “অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থানের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু এখন সেই পুরোনো শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, পার্বত্য অঞ্চলের জাতিসত্তাগুলোর স্বীকৃতি না দেওয়া দুঃখজনক। তিনি বলেন, “মুজিববাদী সংবিধানে সবাইকে জোর করে বাঙালি করা হয়েছিল। এনসিপি সেই একক জাতিসত্তাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বদলাতে চায়।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের পূর্বশর্ত হলো—ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। সরকারকে এখনই সেই পথে এগিয়ে যেতে হবে।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। সভাপতিত্ব করেন বান্দরবান জেলার প্রধান সমন্বয়ক শহিদুর রহমান।