বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৬ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

কর্মচারীর ভুলে কাপড় পুড়লে ক্ষতিপূরণ নেওয়া যাবে কি?

প্রশ্ন আমার একটি কাপড় ইস্ত্রির দোকান আছে। বছরের কিছু কিছু মৌসুমে কাজের অনেক চাপ থাকে। বিশেষত ঈদের মৌসুমে। তাই আমি এবার ঈদের সময়ে ১০ দিনের জন্য একজন কর্মচারী নিই। সে কাপড় ইস্ত্রি করতে গিয়ে একদিন একটি শার্ট পুড়িয়ে ফেলে। পরে আমাকে শার্টটির জরিমানা দিতে হয়েছে। এখন প্রশ্ন হল, আমি কি তার থেকে শার্টটির জরিমানা নিতে পারব? তার কারণেই তো উক্ত জরিমানা দিতে হয়েছে। আশা করি মাসআলাটি জানাবেন।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮

"পারিশ্রমিক দিয়ে এতেকাফ করানো বৈধ কি?”

প্রশ্ন. কোনো কোনো এলাকায় দেখা যায়, রমযানের শেষ দশ দিনে এলাকাবাসী  কেউ এতেকাফ না করলে অন্য এলাকা থেকে কোনো দরিদ্র ব্যক্তিকে খানা ও পারিশ্রমিক দিয়ে এতেকাফ করানো হয়। প্রশ্ন হল, ক) এরূপ করলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বাঁচতে পারবে কি না? খ) ঐ ব্যক্তির জন্য এতেকাফকালীন দিনগুলোর পারিশ্রমিক নেওয়া জায়েয হবে কি না?

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:১৪

কবরের গভীরতা ও বসার জন্য ফাঁকা রাখা কি ঠিক?

প্রশ্ন. আমাদের এলাকায় কবরে লাশ রেখে প্রায় ২ হাত উঁচুতে বাঁশ দেওয়া হয়। লোকদের ধারণা, সওয়াল-জওয়াবের জন্য মুর্দাকে যখন বসানো হবে তখন বসতে গিয়ে যেন মাথা বাঁশে না লাগে। ভালোভাবে যেন বসতে পারে। আর গভীরতার ক্ষেত্রে কেউ বেশি গভীর করে কেউ কম। তাই জানতে চাই, ক) কবরের গভীরতার পরিমাণ কতটুকু হওয়া উচিত? খ) মুর্দা বসতে পারে এ পরিমাণ কবরে ফাঁকা রাখা ঠিক কি না?

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫

৮ আনা স্বর্ণ সদকার মান্নতে মূল্য দেওয়া কি জায়েয?

প্রশ্ন হুজুর, অনেক আগে আমি একটি উদ্দেশ্যে ৮ আনা স্বর্ণ সদকা করার মান্নত করেছিলাম। আলহামদু লিল্লাহ, উদ্দেশ্যটি পুরা হয়েছে। এখন আমি মান্নতটি আদায় করতে চাচ্ছি। তাই সে সম্পর্কে আমার কয়েকটি জিজ্ঞাসা- ১. উক্ত স্বর্ণের পরিবর্তে স্বর্ণের মূল্য দেওয়া যাবে কি না? ২. স্বর্ণের মূল্য হিসাব করে কিছু টাকা দিয়ে গরীব ছাত্রদেরকে কিতাব কিনে দেওয়া যাবে কি না? ৩. আমার বাসায় কয়েকজন কাজের মেয়ে থাকে, তাদেরকে ঐ মান্নতের জিনিস দেওয়া যাবে কি না?

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬
"ইসলামে নাভি কি সতরের অন্তর্ভুক্ত?”

প্রশ্ন. আমি একদিন পুকুরে গোসল করছিলাম। গোসল করার সময় লুঙ্গি সামান্য নিচু হলে শুধু নাভি দৃষ্টিগোচর হয়। এতে আমার পাশে থাকা এক চাচা বললেন, নাভি সতর, তা দেখলে হারামের গুনাহ হবে। আমি বললাম, আমি জানি নাভি সতর নয়। তার প্রতি দৃষ্টি পড়লে গুনাহ হবে না। সে বলল, সারা জীবন শুনে এলাম নাভির প্রতি দৃষ্টি পড়লে গুনাহ হয়। জানিয়ে বাধিত করবেন তার কথা কি সঠিক?

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৯
মান্নতের নামায কি বায়তুল মোকাররমেই পড়তে হবে?

প্রশ্ন:এসএসসি পরীক্ষার আগে আমি মান্নত করেছিলাম, যদি পরীক্ষায় এ প্লাস পাই, তাহলে বায়তুল মোকাররম মসজিদে ৫০ রাকাত নামায আদায় করব। আল্লাহর রহমতে আমি এ প্লাস পেয়েছি। মুহতারামের কাছে জানতে চাই, উক্ত মান্নত আদায়ের জন্য কি বায়তুল মোকাররম মসজিদেই নামায পড়া জরুরি, নাকি অন্য কোনো মসজিদে পড়লেও মান্নত আদায় হবে?

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮

“এটি কি শপথ হিসেবে গণ্য হবে?”

প্রশ্ন. এক ব্যক্তির মদ পানের পুরনো নেশা আছে। অনেকবার প্রতিজ্ঞা করেও তা ছাড়তে পারেনি। একপর্যায়ে সে শপথ করে বলল, আর কখনোও মদ পান করব না। তার এই কথা কি কসম হয়েছে?

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪

ইদ্দত চলাকালে এক তালাকে বায়েনপ্রাপ্ত স্ত্রীকে কি বিয়ে করা যাবে?

প্রশ্ন:হুজুর, দুই সপ্তাহ আগে আমার স্ত্রীর সাথে ঝগড়া হয়। একপর্যায়ে আমি তাকে এক তালাকে বায়েন দিই। এখন আমি উক্ত আচরণে অনুতপ্ত এবং তার সাথে সংসার করতে চাই। এর আগে আমি তাকে কোনো তালাক দেইনি। শুনেছি, এক তালাকে বায়েন দেওয়ার পরও স্ত্রীকে বিয়ের মাধ্যমে ফিরিয়ে নেওয়া যায়। জানার বিষয় হল, আমি কি এখনই ইদ্দত অবস্থায় তাকে বিয়ে করতে পারব, না ইদ্দত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩

বন্ধুর ওয়ারিসদের দাবি কি সহীহ?

প্রশ্ন. আমার পিতা তার এক দরিদ্র বন্ধুর জন্য কিছু সম্পদের অসিয়ত করেছিলেন। ঘটনাক্রমে ঐ বন্ধু পিতার পূর্বেই মারা যান। কিছুদিন পর পিতাও মারা যান। এখন ঐ বন্ধুর ওয়ারিসগণ অসিয়তের সম্পত্তি দাবি করছে। শরীয়তের দৃষ্টিতে তাদের দাবি কি সহীহ ?

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০

নদীভাঙনের আশঙ্কায় কবরস্থান স্থানান্তর করা যাবে কি?

প্রশ্ন:আমাদের গ্রামের বাড়িতে নিজেদের একটি পারিবারিক কবরস্থান আছে। কবরস্থানটি ওয়াকফিয়া কবরস্থান। কবরস্থানের অদূরে একটি নদী আছে। কিছুদিন আগে নদীটিতে ভাঙন শুরু হয় এবং ভাঙতে ভাঙতে নদীটি কবরস্থানের একদম নিকটে চলে আসে। একদিন রাতের বেলা দুটি কবর নদীগর্ভে চলে যায়। অবস্থা দেখে প্রবল ধারণা হচ্ছে যে, বাকি কবরগুলোও ভাঙনের কবলে পরবে। মুহতারামের নিকট জানার বিষয় হল, এখন কবরগুলো হেফাজতের জন্য কি স্থানান্তর করা যাবে? উল্লেখ্য, কবরস্থানটিতে এখন ৪টি কবর আছে। একটি কবর ৬ মাস আগের। আর দুটি তিন থেকে চার বছর আগের। আর একটি ২২ বছর আগের।

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭

অর্ধেক লাভে টাকা দিয়ে ব্যবসা করানো কি শরীয়তসম্মত?

প্রশ্ন. আমার ছেলে সৌদী আরব চাকুরি করে। সে মোটা অংকের টাকা পাঠিয়েছে। তা অনেক দিন যাবত আমার কাছে পড়ে আছে। তা দিয়ে ব্যবসা-বাণিজ্য করার মতো আমার শারীরিক অবস্থা নেই। আমার চাচাতো ভাই চাকুরি করত। হঠাৎ কোনো কারণে তার চাকুরি চলে গেলে সে আমাকে বলল, ভাই, তোমার জমা টাকা দিয়ে আমি কাপড়ের ব্যবসা করি। যা লাভ হবে তোমার অর্ধেক আমার অর্ধেক।

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫

ধার দেওয়া টাকায় অতিরিক্ত টাকা নেওয়া কি বৈধ?

প্রশ্ন:আমার চাচাতো ভাই এক কোম্পানির ডিলার। কোম্পানি তাকে অফার করেছে, পণ্যের মূল্য বাবত কোম্পানিকে ১ লাখ টাকা অগ্রিম দিলে কোম্পানি তাকে ৬ হাজার টাকা কমিশন দেবে। এখন তার কাছে কোম্পানিকে দেয়ার মত ৮০ হাজার টাকা আছে। তাই সে আমাকে বলেছে, তুমি আমাকে ২০ হাজার টাকা দাও, যাতে আমি কোম্পানিকে ১ লাখ টাকা পুরা করে দিতে পারি। এজন্য কোম্পানি আমাকে যে ৬ হাজার টাকা কমিশন দেবে, তা থেকে তোমাকে ২ হাজার টাকা দেব। তার কথা মতো আমি তাকে ২০ হাজার টাকা দিই। মুফতী সাহেবের কাছে জানতে চাই, এখন আমার জন্য আমার দেওয়া ২০ হাজার টাকার অতিরিক্ত ২ হাজার টাকা নেয়া বৈধ হবে?

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪

“কবরে খেজুর ডাল গেড়ে দেওয়া কি জায়েজ?”

প্রশ্ন. মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর চার কোণে চার জন খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল গেড়ে দেওয়া শরীয়তসম্মত কি না?

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০

পশু জবাই করার আগেই কুরবানির পশুর চামড়া বিক্রি করা কি জায়েয?

প্রশ্ন:আমাদের এলাকায় কুরবানীর ঈদের সময় ঈদের দিন সকালে গরু জবাই করার আগেই চামড়া ব্যবসায়ীরা এসে দরদাম করে চামড়া ক্রয় করে রাখে এবং চামড়ার মূল্যও তখন পরিশোধ করে দেয়। তারপর গরু জবাই ও চামড়া ছেলা হয়ে গেলে দুপুরের দিকে এসে চামড়া নিয়ে যায়। জানতে চাই, পশু জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা কি জায়েয?

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:৫২

দ্বিতীয় জানাযা কি জায়েয?

প্রশ্ন. আমার চাচা ঢাকায় চাকরি করতেন। কিছুদিন পূর্বে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। ফলে সেখানে একবার জানাযার নামায অনুষ্ঠিত হয়। ঐ নামাযে চাচার ছেলেরা উপস্থিত ছিল। গ্রামের বাড়িতে লাশ আনার পর তার অন্যান্য আত্মীয়রা দ্বিতীয়বার জানাযার নামায আদায় করে। জানার বিষয় হল, তাদের জন্য দ্বিতীয়বার জানাযা আদায় করা জায়েয হয়েছে কি?

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২২

জীবিত অবস্থায় প্রত্যাখ্যাত ওসিয়ত কি মৃত্যুর পর কার্যকর হয়?

প্রশ্ন আমার বড় চাচা অনেক সম্পত্তির মালিক। চাচাজানের একজন বন্ধু আছেন, যিনি আর্থিকভাবে অনেক অসচ্ছল, তবে খুবই ভালো মনের মানুষ। চাচাজানের জীবনে তিনি চাচাজানের অনেক উপকার করেছেন। একবার এক ঘটনায় চাচাজান তার ওপর খুশি হয়ে বলেন, ‘আমি ওসিয়ত করছি, আমার মৃত্যুর পর আমার অমুক জমিটি তুমি নেবে।’ কিন্তু আমার চাচি এবং চাচাতো ভাইয়েরা চাচার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এ নিয়ে চাচাজানের সঙ্গে তাদের কয়েকবার কথা কাটাকাটিও হয়। বিষয়টি জানতে পেরে চাচাজানের সেই বন্ধু চাচাজানকে বলেন, ‘আমার জমি লাগবে না। আমি চাই নাÑ আমার কারণে আপনার ঘরে ঝগড়া-বিবাদ হোক।’ চাচাজান তখন বলেছিলেন, ‘না, আমি ওসিয়ত করছি, জমিটি তুমি পাবে।’ কয়েকদিন আগে চাচাজান ইন্তেকাল করেন। মৃত্যু পর্যন্ত তিনি নিজ সিদ্ধান্তে অটল ছিলেন। এদিকে চাচার মৃত্যুর পর থেকে চাচার সেই বন্ধু জমিটি নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছেন। অপরদিকে চাচার ওয়ারিশদের দাবি হল, যেহেতু তিনি চাচা জীবিত থাকতেই জমিটি প্রত্যাখান করেছেন, তাই এখন তিনি আর উক্ত জমির হকদার নন। মুহতারামের নিকট আমাদের জানার বিষয় হল, উক্ত জমির প্রকৃত হকদার এখন কে? চাচার ওয়ারিশরা, নাকি ঐ ব্যক্তি, যার জন্য চাচাজান ওসিয়ত করেছেন?

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩৯