বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘রাষ্ট্রদ্রোহ’: বিচারের জন্য প্রস্তুত হাসিনাসহ ২৮৬ জনের মামলা নভেম্বরে ঢাকায় ১৭ ককটেল বিস্ফোরণ, ৯ যানবাহনে আগুন আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ মামুন হত্যা: আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারকে চিঠি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২ ৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে মামুনের শরীরে ৭ গুলির চিহ্ন, ৬টিই ছেদ করে বেরিয়ে যায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু গভীর রাতে ঢাকায় ৩ বাসে আগুন

মায়্যিতের নখ, চুল ও পশম কাটা কি জায়েজ?

প্রশ্ন.হুজুরের কাছে একটি মাসআলা জানতে চাই। মায়্যিতের নখ, চুল এবং কর্তনযোগ্য পশম কি কেটে দেওয়া যাবে? অনেক মায়্যিতের ক্ষেত্রে দেখা যায় যে, দীর্ঘদিন বিছানায় পড়ে থাকে। সেক্ষেত্রে গোসল দেওয়ার সময় তা কেটে দিতে কোনো অসুবিধা আছে?

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:২৮

রুকু দীর্ঘ করে মুসাল্লিকে রাকাত

প্রশ্ন.আমি কয়েক বছর মাদরাসায় পড়েছি। এখন ঢাকায় থেকে ব্যবসা করি। বাড়িতে গেলে মাঝেমধ্যে আমাকে নামায পড়াতে হয়। নামাযে কখনো এমন হয় যে, রুকুতে থাকা অবস্থায় কেউ নামাযে আসছেন বুঝতে পেরে রুকুর তাসবীহ দুইবার বেশি পড়ে রুকু লম্বা করি। যাতে যিনি আসছেন তিনি রাকাতটি পেয়ে যান।

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:২২

নাবালেগ ছেলের লোকমা গ্রহণ করলে নামায

প্রশ্ন. গত ঈদুল ফিতরের ছুটিতে গ্রামের মসজিদে ফজরের নামায পড়াচ্ছিলাম। হঠাৎ কেরাতে আটকে যাই। তখন পেছন থেকে একটি ছেলে লোকমা দেয়। তার লোকমা আমি গ্রহণ করি। নামায শেষে ছেলেটিকে দেখে চিনতে পারি। ছেলেটি হেফজখানায় পড়ে; নাবালেগ।

সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১৫:৫০

খুতবা শোনা না গেলে চুপ থাকা উচিত

প্রশ্ন. গত জুমায় খুতবা চলাকালে মসজিদের বাইরের মাইকে সমস্যা দেখা দেয়। আমি বাইরে জায়গা পেয়েছিলাম বিধায় খুতবা শুনতে পাচ্ছিলাম না। তাই তখন বসে বসে সূরা কাহাফ তিলাওয়াত করি। হুজুরের কাছে জানার বিষয় হল, আমার তখন কুরআন তিলাওয়াত করা ঠিক হয়েছে, নাকি খুতবা শোনা না গেলেও তখন চুপ থাকাই উচিত ছিল?

রোববার, ৯ নভেম্বর ২০২৫, ১৫:৩৫
সিজদায় তন্দ্রা হলে কী করতে হবে?

প্রশ্ন.একদিন রাতে ঘুমাতে দেরি হওয়ায় ফজরের সময় ঘুমের অনেক চাপ ছিল। এ অবস্থায়ই নামাযে দাঁড়াই। প্রথম রাকাতে ইমাম সাহেব যখন প্রথম সিজদায় যান আমিও ইমামের সাথে সিজদায় যাই। কিন্তু সিজদায় গিয়ে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। এর মধ্যে ইমাম প্রথম সিজদা সম্পন্ন করে দ্বিতীয় সিজদা করেন। দ্বিতীয় সিজদা থেকে তিনি যখন ওঠেন, তখন আমার ঘোর কাটে। তখন আমি কী করব বুঝতে না পেরে ইমামের সাথে দাঁড়িয়ে যাই এবং ছুটে যাওয়া সিজদা আদায় না করেই ইমামের সাথে বাকি নামায শেষ করি।

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ১৪:৫৪
বমি জামায় লাগার কারণে নামাজ সহীহ হবে কিনা?

প্রশ্ন: বাস যোগে দূরের সফর করার কারণে যাত্রাপথে একবার আমার বমি হয়। এতে জামার বিভিন্ন অংশে বমি লেগে যায়। তাৎক্ষণিক টিস্যু দিয়ে বমি মুছে ফেলাতে জামায় বমির তেমন দাগ থাকেনি। তাই এই জামা পরে আমি মাগরিবের নামায পড়ি। জানতে চাচ্ছি, আমার এই নামায কি সহীহ হয়েছে? উল্লেখ্য, আমার সঙ্গে তখন অন্য জামাও ছিল এবং জামা পরিবর্তন করে নামায পড়ার সুযোগও ছিল।

সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৪৭

ব্যান্ডেজ অবস্থায় তায়াম্মুম সহীহ হবে কিনা?

কিছুদিন আগে একজন বৃদ্ধ লোককে নামাযের পূর্বে মসজিদের দেয়াল ধরে তায়াম্মুম করতে দেখা যায়। পরে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তার একটা পা ক্ষত হয়েছে। ব্যান্ডেজ করে রাখা। ডাক্তার পানি লাগাতে নিষেধ করেছেন। এজন্য তিনি তায়াম্মুম করেছেন। এখন আমার প্রশ্ন, আলেমদেরকে তো বলতে শুনেছি, ক্ষত জায়গাটা মাসেহ করে বাকি ওযু করে নিতে হয়। মসজিদে তো ওযুর ব্যবস্থাও ছিল। তিনি চাইলে ওযু করতে পারতেন। এখন এ অবস্থায় ওযু না করে তায়াম্মুম করা কি তার জন্য সহীহ হয়েছে? ২. দেয়ালের ওপর তায়াম্মুম করা যাবে কি না?

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬

রুকুর তাকবীর না বলেই ইমামের সঙ্গে রুকুতে চলে গেলে নামায হবে কিনা?

প্রশ্ন: জামাতে নামায পড়ার সময় কখনো ভুলক্রমে রুকুর তাকবীর না বলেই ইমামের সঙ্গে রুকুতে চলে যাই। এতে কি আমার নামায নষ্ট হয়ে যাবে? বিষয়টা নিয়ে খুব পেরেশানীতে আছি। অনুগ্রহ করে দ্রুত জানাবেন।

রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪

নখ কাটলে কি আসলেই ওযু ভেঙে যায়?

কিছুদিন আগে আমি গোসল করে জুমার নামাযের জন্য প্রস্তুত হই। এরপর দেখলাম, আমার নখ কাটা হয়নি। তাই আমি নখ কাটতে বসে যাই। তখন আমাকে আমার এক সাথি বললেন, আপনি এখন কেন নখ কাটছেন? আপনাকে তো এখন আবার ওযু করতে হবে। নখ কাটলে তো ওযু ভেঙে যায়। কিন্তু আমি তার কথা না শুনে পুনরায় ওযু না করে ঐ অবস্থায়ই জুমার নামায আদায় করি। এখন জানার বিষয় হল, তার এ কথা কি ঠিক? নখ কাটলে কি আসলেই ওযু ভেঙে যায়? উক্ত অবস্থায় পুনরায় ওযু না করে আমার জুমার নামায আদায় করা কি সহীহ হয়েছে?

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০

ছাগলের দুধে বিষ্ঠা পড়লে তা পান করা জায়েয হবে?

প্রশ্ন: একদিন আমি ছাগলের দুধ দোহন করছিলাম। ইত্যবসরে ছাগল মলত্যাগ করা শুরু করে। ফলে ২/৪ টি বিষ্ঠা দুধের পাত্রে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গেই বিষ্ঠাগুলো তুলে ফেলে দেই। তাড়াতাড়ি তুলে নেওয়ার কারণে দুধে বিষ্ঠার রং প্রকাশ পায়নি। জানার বিষয় হল, এ দুধ পান করা কি জায়েয হবে?

সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:২৯

ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েয কী

এক ব্যক্তি রমযানের শেষ দশকে ইতেকাফ করেছিল। তিন দিন পর তিনি অযু ইস্তেঞ্জার প্রয়োজন ছাড়া শুধু সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হন এবং মসজিদের অযুখানায় গোসল করেন। জানার বিষয় হল, ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েয আছে কি না? বের হলে ইতিকাফ নষ্ট হবে কি না?

বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:৫৭

ঈদের নামাজের রাকাত ছুটে গেলে কী করতে হবে?

গত রোযার ঈদে মাঠে যেতে দেরি হওয়ায় আমার ও আমার ছোট ভাইয়ের ঈদের নামায এক রাকাত ছুটে যায়। তারপর ইমাম সাহেবের সালাম ফেরানোর পর আমরা আমাদের ছুটে যাওয়া নামায পূর্ণ করি।

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:২২

সফরে ওযর ছাড়াই রোযা ভেঙে ফেলা যায় কী?

রমযানে আমি একদিন রোযা অবস্থায় সফর শুরু করি। সফরে যেহেতু রোযা ভেঙে ফেলার সুযোগ আছে, তাই কোনো ওযর ছাড়াই আমি রোযাটি ভেঙে ফেলি। হুজুরের কাছে জানতে চাই, আমার এ কাজটি কি ঠিক হয়েছে? আমার ওপর কি এর কাফফারা ওয়াজিব হবে?

বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:২০

রোজা অবস্থায় অতিরিক্ত পিপাসায় পানি পান করে ফেললে...

গত রমযানের ১০ তারিখে আমি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জমি থেকে ধান কেটে আনি। সেদিন অনেক গরম পড়েছিল। ফলে দুপুর ২টার দিকে আমি প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে পড়ি। আমার পক্ষে আর স্থির থাকা সম্ভব হয়নি। একপর্যায়ে আমি পানি পান করে ফেলি। মুহতারামের নিকট আমার জানার বিষয় হল, আমাকে কি এখন সে রোযার কাযা করলে চলবে, নাকি এর কাফফারাও আদায় করতে হবে?

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:২১