রোববার ১৮ মে ২০২৫, জ্যৈষ্ঠ ৪ ১৪৩২, ২০ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে

 প্রকাশিত: ০০:১১, ১৮ মে ২০২৫

ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং মূল ভূখণ্ডের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি ভোগ্যপণ্যের আমদানিতে ভারতের সাম্প্রতিক নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

তিনি বলেন, “ফলের রস, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী এবং তৈরি পোশাকসহ (আরএমজি) বিভিন্ন বাংলাদেশি পণ্যের ওপর যে অশুল্ক প্রতিবন্ধকতা আরোপ করা হয়েছে, তা রপ্তানিকারকদের জন্য জটিলতা সৃষ্টি করবে এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বাণিজ্যের বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।”

সেলিম রায়হান বলেন, “যদিও নিয়ন্ত্রণমূলক তদারকি একটি দেশের সার্বভৌম অধিকার, তবে হঠাৎ করে এবং নির্দিষ্ট কিছু স্থলবন্দরে এই নিষেধাজ্ঞা আরোপ বাণিজ্যে খরচ বাড়ায় এবং অনিশ্চয়তা তৈরি করে।” তিনি উল্লেখ করেন, এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা।

তিনি আরও বলেন, “ভারতের উত্তর-পূর্বাঞ্চল বাংলাদেশের পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই অঞ্চলে প্রবেশাধিকার সীমিত করা হলে সীমান্তবর্তী অঞ্চলে নির্ভরশীল ব্যবসাগুলোর প্রতিযোগিতা ও দক্ষতা হ্রাস পাবে।”

বিশেষ করে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এই খাতের পণ্য এখন শুধুমাত্র কলকাতা ও নাহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। ফলে রপ্তানিতে বিলম্ব ও অতিরিক্ত খরচের মুখে পড়তে হবে। এতে দুই দেশের জন্যই লাভজনক সম্ভাবনাময় বাণিজ্য বাধাগ্রস্ত হবে এবং স্থাপিত সরবরাহ শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে।”