ইসরায়েল আমাকে হত্যা করতে চেয়েছিল: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন টকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে ইসরায়েলের হত্যাচেষ্টার কথা উল্লেখ করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাতের সময় ইসরায়েল তাঁর জীবন নাশের চেষ্টা করেছিল। মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। সাক্ষাৎকারটি সম্প্রতি সম্প্রচারিত হয়।
পেজেশকিয়ান বলেন, ‘হ্যাঁ, তারা আমাকে হত্যার চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজও করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে।’ তবে কখন এ ঘটনা ঘটেছিল সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি, শুধু জানিয়েছেন এটি ‘একটি বৈঠকের সময়’ ঘটেছিল।
তিনি আরও বলেন, ‘আমি আমার দেশ রক্ষায় জীবন উৎসর্গ করতে ভয় পাই না। আমাদের কোনো সরকারি কর্মকর্তা জীবন দিতে ভয় পায় না। কিন্তু আরও রক্তপাত ও হত্যাকাণ্ড কি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে?’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ইরান কখনো পারমাণবিক বোমা বানাতে চায়নি এবং আমরা কখনো পারমাণবিক বোমার পেছনে ছুটিনি। এটি আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশনার বিরুদ্ধে এবং ধর্মীয়ভাবে হারাম।’
তিনি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)–এর সঙ্গে সহযোগিতার মাধ্যমে এ কথা প্রমাণ করেছি।’
টাকার কার্লসনের পারমাণবিক সংক্রান্ত প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, ‘আমরা আলোচনায় প্রস্তুত। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বের আলোচনা ইসরায়েলের হামলার কারণে ভেঙে গেছে।’
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারানোর কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আবার আলোচনা শুরু করতে আগ্রহী, তবে কীভাবে নিশ্চিত হব যে মাঝপথে আবার ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে না?’
পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে পড়া উচিত নয়। এটি নেতানিয়াহুর যুদ্ধ, যার লক্ষ্য অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়া।’
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রতি আশা প্রকাশ করেছেন এবং বলেছেন, ‘আমরা সব সময়ই শান্তির পক্ষে ছিলাম।’
মধ্যপ্রাচ্যের ইতিহাসে ইরান কোনো আগ্রাসন চালায়নি উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের ওপর বিভিন্নবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন ইরাক যুদ্ধ এবং সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাত।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তিনি বলেন, ‘তিনি যদি সত্যি মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চান এবং ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে যুদ্ধ এড়ানো সম্ভব। না হলে আরও অস্থিরতা ছড়িয়ে পড়বে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়।’
আইএইএ–র ওপর অবিশ্বাস প্রকাশ করে পেজেশকিয়ান বলেন, ‘এই সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনগুলো ইসরায়েলকে অবৈধ হামলার সুযোগ দিয়েছে এবং সংস্থাটি তা বন্ধ করার চেষ্টা করেনি।’
তিনি বলেন, ‘আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, রাশিয়া বা চীনের সামরিক সাহায্য চাই না। আমরা আল্লাহকে বিশ্বাস করি।’
উল্লেখ্য, টাকার কার্লসন ইরানের এই প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেওয়ার জন্য সমালোচিত হয়েছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব তথ্য জানার অধিকার রয়েছে বলে মত দিয়েছেন।
সাক্ষাৎকারটি এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।