পুরোনো ‘দুর্নীতিবাজরাই’ প্রশাসনে ফিরে এসেছে: এনসিপি নেতা সারজিস

শেরপুরের থানা মোড়ে এনসিপির পথসভা অনুষ্ঠিত হয় আজ রোববার বিকেলে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, যাঁদের বিরুদ্ধে একসময় আন্দোলন হয়েছিল, দুঃখজনকভাবে তাঁরাই এখন আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফিরে এসেছেন।
আজ রোববার বিকেলে শেরপুরের থানা মোড়ে আয়োজিত এক পথসভায় সারজিস আলম বলেন, "বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে হাসপাতাল, থানা, পৌরসভা—সবখানেই এমন একটি চক্র এখনো সক্রিয়, যারা সেবক না হয়ে জনগণের শোষকে পরিণত হয়েছে।" তিনি বলেন, "আমরা সেই প্রতিরোধের রাজনীতিতে বিশ্বাস করি, যারা দেশ ও জনগণের স্বার্থে ক্ষতিকর, তাদের মুখোশ উন্মোচন করাই আমাদের লক্ষ্য।"
এ সময় এনসিপি নেতা জানান, রাষ্ট্রীয় কাঠামো একসময় দুর্নীতিবাজ ও সুবিধাবাদীদের কবলে পড়েছিল, আর অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি থাকলেও, তা বাস্তবায়ন হয়নি। “ফলে পুরোনো ‘কালপ্রিট’ বা অপরাধীরাই এখন নতুন রূপে আবার ক্ষমতায় ফিরে এসেছে,”—বলেন তিনি।
‘পুশ ইন’ নিয়ে ভারতকে সতর্ক বার্তা
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “ভারত সরকার যদি ‘পুশ ইন’ করতেই চায়, তবে তা শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ওপর করুক। নিরীহ সাধারণ মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “গণ–অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো নেতার বিচার হয়নি। বরং তাদের অনুসারীরা প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো সক্রিয়। আমরা গোপালগঞ্জে দেখেছি কীভাবে সন্ত্রাসীরা ছোবল মারতে চেয়েছিল। আমরা পরিষ্কার করে বলে দিয়েছি—বাংলাদেশে কোথাও মুজিববাদ দাঁড়াতে দেওয়া হবে না।”
নাহিদ ইসলাম আরও হুঁশিয়ারি দেন, “যারা এখনো প্রশাসন ও পুলিশে থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, তাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
পদযাত্রা ও পথসভা
পথসভা শুরুর আগে ‘জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মাহবুব চত্বর’ থেকে একটি পদযাত্রা শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পথসভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. লিখন। এতে আরও বক্তব্য দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান প্রমুখ।
পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা জামালপুরের উদ্দেশে যাত্রা করেন।