আনচেলত্তির স্বপ্ন - রিয়াল মাদ্রিদের মতো করে খেলাবেন ব্রাজিলকে

রিয়ালের ধাঁচে ব্রাজিলকে গড়ার স্বপ্ন আনচেলত্তির – লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা
ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কৌশলবিদ কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে কেমনভাবে খেলাবেন—এই প্রশ্নে অনেকেই কৌতূহলী। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, তিনি ব্রাজিলকে রিয়াল মাদ্রিদের মতো খেলাতে চান, তবে সদ্য শেষ হওয়া মৌসুমের মতো নয়, তার আগের মৌসুমের রিয়ালের মতো।
২০২৩–২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন আনচেলত্তি। সেই ধারার ফুটবলই তিনি ব্রাজিলের খেলায় দেখতে চান। আনচেলত্তির ভাষায়, “আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে। তবে এবারের রিয়ালের মতো নয়, গত মৌসুমের মতো। আমি চাই খেলোয়াড়রা মাঠে স্বস্তিতে থাকুক। শুধু একটি নির্দিষ্ট ধাঁচে খেলার চেয়ে স্মার্ট ফুটবল গুরুত্বপূর্ণ।”
ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পেছনের কারণ নিয়েও কথা বলেন ৬৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ। ইতালির জাতীয় দলের দায়িত্ব কখনো না নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “এটা সহজ। ব্রাজিল বিশ্বের সেরা জাতীয় দল। ওদের জার্সিতে পাঁচটি তারকা আছে। এখন আমার সামনে ষষ্ঠটি (বিশ্বকাপ) জেতানোর চ্যালেঞ্জ। ইতালি আমাকে ডাকেনি, যেটা ব্রাজিল বহু আগেই করেছে।”
গত সোমবার আনুষ্ঠানিকভাবে আনচেলত্তিকে ব্রাজিল কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তাঁর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে চারজন রক্ষী, যাতায়াতে ব্যবহার করছেন বুলেটপ্রুফ গাড়ি।
আসছে সোমবার সাও পাওলোর করিন্থিয়ান্স অনুশীলন সেন্টারে প্রথমবারের মতো ব্রাজিল দলের অনুশীলনে নামবেন তিনি। আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ ৫ জুন, প্রতিপক্ষ ইকুয়েডর। এরপর ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে দলটি। শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে, আর সপ্তম দলকে প্লে-অফে লড়তে হবে।