বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৬ ১৪৩২, ১৯ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চায় জামায়াত: পরওয়ার তফসিলের পর অনুমোদনহীন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ প্রধান বিচারপতির বাসভবনসহ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: নজরুল ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা ডিসেম্বরে এক লাখ ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের থাই হামলায় কম্বোডিয়ার নিহত বেড়ে ৬ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর লন্ডনযাত্রা স্থগিত, আপাতত ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা রাজশাহীতে এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় আহত, হত্যাচেষ্টার অভিযোগ থানায় টানা ৪ দিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে আফগান সীমান্তের কাছে ‘জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত’ উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ৩০

আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:৫২, ৯ মে ২০২৫

পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর হঠাৎ ভারত সফরে এসেছেন—পাক-ভারত উত্তেজনার মধ্যে এই সফর কূটনৈতিক তৎপরতা আরও বাড়িয়েছে।

পাক-ভারত উত্তেজনার মধ্যেই হঠাৎ করেই ভারত সফর করলেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর। কোনো পূর্বঘোষণা ছাড়াই বুধবার দিবাগত রাতে নয়াদিল্লি পৌঁছান তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি। এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর এ বৈঠকের তথ্য নিশ্চিত করেন।

একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছিও ভারত সফর করছেন। তবে তাঁর সফর পূর্বনির্ধারিত। তিনি ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন জয়শঙ্করের সঙ্গে।

জয়শঙ্কর এক্সে লেখেন, “সৌদি প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইরের সঙ্গে ভালো একটি বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেছি।” তবে আলোচনার বিস্তারিত জানা যায়নি।

হিন্দুস্তান টাইমস জানায়, “সন্ত্রাসবাদ মোকাবিলার” অর্থ মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা। আইএসপিআরের তথ্যমতে, হামলায় নারী-শিশুসহ ৩১ জন নিহত, আহত ৫৭ জন। ভারতের দাবি, পাকিস্তানের পাল্টা হামলায় তাদের ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত ৪৩ জন। নিহত হন ভারতের এক নিরাপত্তা সদস্যও।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করে ভারত। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার রাতে পাল্টা হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে।

এর আগে পাকিস্তানে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগছি। ইসলামাবাদে নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর নয়াদিল্লি সফরে আসেন তিনি। দুই দেশকে “ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী” বলে অভিহিত করে তিনি বলেন, “তেহরান শান্তি প্রতিষ্ঠায় সদিচ্ছা দেখাতে প্রস্তুত।”

এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত-পাকিস্তান এনএসএদের মধ্যে যোগাযোগ হয়েছে। যদিও পর্যায় ও বিষয়বস্তু সম্পর্কে তিনি বিস্তারিত বলেননি।

সম্প্রতি পাকিস্তান সরকার সেনা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ দেয়। ধারণা করা হচ্ছে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সম্ভাব্য যোগাযোগের পথ তৈরি করতেই এই নিয়োগ।

গত এক দশকে দুই দেশের এনএসএ পর্যায়ে পরোক্ষ বৈঠক থাইল্যান্ড ও যুক্তরাজ্যের মতো দেশে হয়েছে। এবারও হয়তো সেই পথেই পরিস্থিতি সামাল দেওয়ার কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।