কলেজ প্যাডে ছাত্রদলের প্রচারণা? অধ্যক্ষের ব্যাখ্যা ঘিরে বিতর্ক

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় সকল শিক্ষক ও শিক্ষার্থীকে অংশগ্রহণে ‘আমন্ত্রণ’ জানিয়ে অধ্যক্ষের দপ্তর থেকে একটি নোটিশ জারির ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে কলেজে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে আগামীকাল বুধবার (২ জুলাই) কলেজ ক্যাম্পাসে মুক্তমঞ্চে নবগঠিত কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) কলেজ অধ্যক্ষের কার্যালয়ের প্যাডে একটি নোটিশ প্রকাশিত হয়, যেখানে বলা হয়—‘বুধবার সকাল ১১টায় এই কলেজ শাখার নবগঠিত ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান হবে। এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’
নোটিশটিতে কলেজ অধ্যক্ষ মো. শওকত আলম মীরের স্বাক্ষরও ছিল। এই ঘটনার পরপরই কলেজজুড়ে নানামুখী প্রতিক্রিয়া শুরু হয়।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কলেজের অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সদস্যসচিব নিউতি সরকার বলেন, “কলেজ প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সব শিক্ষার্থীকে অনুরোধ জানিয়ে দলীয় পক্ষপাত দেখিয়েছে। এটি নিন্দনীয়।”
ছাত্র ইউনিয়নের কলেজ শাখার আহ্বায়ক জয় ভৌমিক বলেন, “একজন অধ্যক্ষের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষতা বজায় রাখা। কিন্তু সরকারি প্যাডে ছাত্রদলের কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি চাওয়া স্পষ্টভাবে পক্ষপাতমূলক কাজ।”
ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব জানান, “আমরা আমাদের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আমরা অধ্যক্ষকে সরকারি প্যাডে এমন কোনো নোটিশ দিতে বলিনি।”
অন্যদিকে, অধ্যক্ষ শওকত আলম মীর নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমার অজান্তে অফিস সহকারী নোটিশটি টাইপ করে প্রচার করেছে। বিষয়টি জানার পরপরই তা প্রত্যাহার করা হয়েছে।”
উল্লেখ্য, ছাত্রদলের সরকারি আজিজুল হক কলেজ শাখার ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গত ৫ জুন গঠিত হয়। এতে আহ্বায়ক করা হয়েছে রজিবুল ইসলাম শাকিলকে, জ্যেষ্ঠ আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সদস্যসচিব রাফিউল আল আমিন।