গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা

গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর সংঘটিত ৩৮টি হামলার মধ্যে ২৮টি ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অধীনে পরিচালিত ফ্যাক্ট-চেক ও মিডিয়া গবেষণা ইউনিট ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট-এর অনুসন্ধানে জানা যায়, এসব হামলায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৮৭ জন। নিহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য। তিনি গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের সময় সংঘটিত হামলায় আহত হন আবুল কাসেম নামের এক যুবক। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাফ্যাক্ট-এর তথ্যমতে, এই ৩৮টি হামলার পেছনে ২৮টি ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা স্পষ্টভাবে পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, দেশে চলমান গুজব, অপতথ্য ও ভুয়া খবরের বিরুদ্ধে লড়াই এবং জনসাধারণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে।
পিআইবি’র বাংলাফ্যাক্ট এই ধরনের তথ্য-ভিত্তিক অনুসন্ধান ও প্রতিবেদন নিয়মিত প্রকাশ করে আসছে, যাতে করে গুজব ও রাজনৈতিক সহিংসতার প্রকৃত চিত্র উন্মোচন করা সম্ভব হয়।