মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, পৌষ ৩০ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

ব্রেকিং

৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারো জন্যই ভালো না: ভারতের সেনাপ্রধান প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারো জন্যই ভালো না: ভারতের সেনাপ্রধান ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শহিদ আবু সাঈদের পরিবারের গণহত্যা: হাসিনাসহ জড়িতদের কলরেকর্ডের ফরেনসিক পরীক্ষার নির্দেশ রেহানা ও ছেলেমেয়ের প্লটে অনিয়ম: দুদকের ৩ মামলায় হাসিনাও আসামি পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত ইন্ডিয়া টুডের প্রতিবেদন খণ্ডন সিএ প্রেস উইংয়ের ‘ভালো বন্ধু’ টিউলিপকে বরখাস্ত করার মত কঠোর হতে পারবেন স্টারমার? একের পর এক চালের জাহাজ আসছে বন্দরে
সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই আপোষহীন

সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই আপোষহীন

গত ৫ আগস্ট দীর্ঘদিন ধরে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটে। এরপর থেকেই অবৈধ সরকার ও তাদের থেকে একতরফা সুবিধাভোগী প্রতিবেশী রাষ্ট্রটি বিভিন্ন প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র করে আসছে। এতদিন পরও তা যেন আর থামার নাম নিচ্ছে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও এদেশের জনগণের বিরুদ্ধে শুধু ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতা ও স্যোশাল মিডিয়াগুলোই মিথ্যাচার করে যাচ্ছে না; বরং অন্যান্য দলের কিছু নেতা ও দেশটির মূল ধারার গণমাধ্যমও এখন একেবারে ঘোষণা দিয়ে কোমর বেঁধে বাংলাদেশবিরোধী মিথ্যা প্রচারে উঠেপড়ে লেগেছে।

নারায়ে তাকবীরেই বিএনপির অস্বস্তি এর পরও কি এই দলের প্রয়োজন থাকে?
নারায়ে তাকবীরেই বিএনপির অস্বস্তি এর পরও কি এই দলের প্রয়োজন থাকে?

একসময় আলকাউসারের পাতায় রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে মনের কিছু কথা বললেও পরে তা প্রায় ছেড়েই দেওয়া হয়েছে। একবার এক বুযুর্গ ব্যক্তিত্ব হারাম শরীফে বলেছিলেন, এগুলো নিয়ে আপনার না বললেও হয়। হয়তো তিনি নিরাপত্তার কোনো বিষয়ও ভেবেছিলেন। আমি বলেছি, হযরত আমার তো এসব বিষয়ে আগ্রহ নেই। শুধু দেশ ও জনস্বার্থে এসব কথা বলা হয় অথবা অন্যরা অনুরোধ করলে লিখি। আসলে প্রচলিত রাজনীতি সাধারণ বা ধর্মীয় কোনোটির প্রতিই ছাত্রকাল থেকেই আগ্রহ ছিল না। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি তো চোখের সামনে ছিলই। আর বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইসলামী রাজনীতির শুরুটাও আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে। তাই পর্যবেক্ষণে তো সবকিছুই থাকে। আজকে যে বিষয়ে দুয়েকটি কথা আরজ করতে চাই, তা মূলত রাজনৈতিক নয়। যদিও রাজনৈতিক দলকে কেন্দ্র করেই।

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ০৮:১২

কারাদণ্ডিত ইমাম কী অপরাধ তাঁর?
কারাদণ্ডিত ইমাম কী অপরাধ তাঁর?

সুস্থ-সুন্দর সমাজের জন্য ঈমান ও আমলে সালেহের যেমন বিকল্প নেই তেমনি একে-অপরকে ন্যায়নিষ্ঠা, ধৈর্য্য ও সহনশীলতার প্রতি উৎসাহিত করারও কোনো বিকল্প নেই। কুরআন মাজীদে সূরাতুল আসর-এ খুবই তাকীদের সাথে এ বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানুষকে যদি ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই তাকে ঈমান ও আমলে সালেহ অবলম্বন করতে হবে। বলার অপেক্ষা রাখে না যে, ‘আমলে সালেহ’ শব্দের সাথে যেমন ব্যক্তিগত পর্যায়ের কর্তব্য-পালন রয়েছে তেমনি আছে সামাজিক ও সামষ্টিক জীবনের দায়-দায়িত্ব পালনও। ইসলামের বিধানে বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধকে যেমন সমাজ-পরিচালকদের অন্যতম প্রধান কর্তব্য সাব্যস্ত করা হয়েছে তেমনি প্রত্যেক মুমিনকে স্ব স্ব গণ্ডিতে সামর্থ্য অনুসারে এ দায়িত্ব পালনের আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৯