শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার হত্যায় বিচার নিশ্চিতের আশ্বাস উপদেষ্টা আসিফের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।’
উপদেষ্টা আসিফ আরও জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় তিনি সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
এ ঘটনায় সোহরাওয়ার্দী উদ্যানে রাত আটটার পর সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার গভীর রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার, যিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং জাতীয়তাবাদী ছাত্রদল খুনিদের গ্রেপ্তারে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।