‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ

‘আপ বাংলাদেশ’ রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ, শহীদ পরিবারের প্রতি শপথ নেওয়ার মাধ্যমে নতুন রাজনৈতিক আন্দোলনের সূচনা।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন রাজনৈতিক সংগঠন ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ৮২ সদস্য রয়েছেন। সংগঠনের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া।
আলী আহসান জুনায়েদ, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, নতুন সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংগঠনের সদস্যসচিব হয়েছেন আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ। এছাড়া রাফে সালমান রিফাত প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদ প্রধান সংগঠক এবং শাহরীন ইরা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিনের অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “আমরা শহীদ পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করতে শপথ নিয়েছি। আমাদের রাজনীতি শুধুমাত্র তাদের স্বপ্নের বাস্তবায়ন নিয়ে হবে।”
তিনি আরও বলেন, “আপ বাংলাদেশ একটি পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এবং জুলাই অভ্যুত্থান, পিলখানা, শাপলা গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার দাবি করবে।”
এছাড়া, জুলাই অভ্যুত্থানের শহীদ আসহাবুল ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন এবং পিলখানা হত্যাকাণ্ডে নিহত সুবেদার নুরুল ইসলামের সন্তান আশরাফুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা সুষ্ঠু বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।