ইরানের আদালত ভবনে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত পাঁচ, আহত ১৩

ইরানের সিস্তান-বেলুচিস্তানে আদালত ভবনে সশস্ত্র হামলায় পাঁচজন নিহত, ১৩ জন আহত।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদলের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।
সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে আজ শনিবার হামলাকারীরা একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। হতাহতদের মধ্যে রয়েছে একজন মা ও তার সন্তান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছে বলে জানা গেছে।
জইশ আল-আদল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার দায় স্বীকার করে দ্রুত এলাকা ত্যাগের জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা বিচারকদের কক্ষে ঢুকে হামলা চালায়, যার ফলে আদালতের কর্মী ও নিরাপত্তা সদস্যরা আহত হয়েছেন।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশে প্রধানত সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘু বাস করে। দীর্ঘদিন ধরে তারা অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনার অভিযোগ করে আসছে। এ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়মিত ঘটে থাকে, যেখানে গোষ্ঠীগুলো অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।
অপর দিকে, ইরান সরকার অভিযোগ করে থাকে যে, এসব গোষ্ঠীর কিছু বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তারা সীমান্ত পেরিয়ে চোরাচালান ও বিদ্রোহে জড়িত।