মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৫ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি, ‘চূড়ান্ত হচ্ছে’ অধ্যাদেশ মাগুরায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতে আহত ৫০ ভোট: এবার নিবন্ধন পেল ৮১ স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় জামায়াত, বললেন পরওয়ার কারাগারে শওকত মাহমুদ, রিমান্ড শুনানি বৃহস্পতিবার বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রাজনীতি

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করা যাবে না: সাকি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৩৯, ৬ জুলাই ২০২৫

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করা যাবে না: সাকি

গণসংহতি আন্দোলনের সভায় তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিকে একত্রে জোরদার করতে হবে। তবে এসব দাবি যেন পরস্পরের প্রতিযোগী না হয়, বিশেষ করে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করা যাবে না।

শনিবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের বিশেষ বর্ধিত সভা ও তরুণ জুলাই যোদ্ধাদের সঙ্গে ‘নতুন বাংলাদেশ ভাবনা’ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, “গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিচারের আশায় অপেক্ষা করছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট অগ্রগতি দেখতে পাচ্ছি না। বিচার, সংস্কার ও নির্বাচনের কাজ তিনটিই জরুরি, এগুলোর একটি আরেকটির জায়গা নিতে পারে না। তিনটিই জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।”

সভায় তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের চেতনা শান্তিপূর্ণ ও সংগঠিত পরিবর্তনের পক্ষে। সেখানে মব তৈরি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা সেই চেতনার পরিপন্থী। এ ধরনের পরিস্থিতি ঠেকানো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গণসংহতি আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জুলাইয়ের আন্দোলনকালীন অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় দলের ভূমিকা, সাংগঠনিক অবস্থা এবং স্থানীয় পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা নিয়েও আলোচনা হয়।

সভায় আরও বক্তব্য দেন গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন, হাসান মারুফ রূমী, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সদস্যসচিব সাকিবুর রনি প্রমুখ।