মাইলস্টোন ট্রাজেডি: শিক্ষার্থীদের দাবিতে শিক্ষা সচিব প্রত্যাহার

জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনার পর শিক্ষার্থীদের দাবি মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বাকি দাবিগুলো বিশ্লেষণে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।”
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও একই ধরনের বার্তা দিয়েছেন ফেইসবুকে। তিনি লিখেছেন, “মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।”