শনিবার ০১ এপ্রিল ২০২৩, চৈত্র ১৮ ১৪২৯, ১০ রমজান ১৪৪৪

উলামায়ে সালাফের উক্তির আলোকে শবে বরাত

মাসিক আলকাউসার-এর শাবান ১৪২৬ হি. (সেপ্টেম্বর ২০০৫ ঈ.) সংখ্যায় ‘বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শাবান ও শবে বরাত’ শীর্ষক আলোচনায় শবে বরাত সর্ম্পকে দলীল-প্রমাণের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ আমলের কথা উল্লেখ করা হয়েছিল। এ পর্যায়ে শুধু নির্বাচিত ব্যক্তিদেরই উক্তির ভাবানুবাদ সংক্ষিপ্তভাবে উদ্ধৃতিসহ উল্লেখ করা হচ্ছে। তাঁদের হুবহু উক্তি উদ্ধৃত কিতাবসমূহে দেখা যেতে পারে।

মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩, ০৭:২৮

বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শাবান ও শবে বরাত

এতদিন পর্যন্ত শবে বরাতকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত ছিল। তারা এ রাতটি উপলক্ষে নানা অনুচিত কাজকর্ম এবং রসম-রেওয়াজের অনুগামী হচ্ছিল। উলামায়ে কেরাম সবসময়ই এ সবের প্রতিবাদ করেছেন এবং এখনো করছেন। ইদানিং আবার এক শ্রেণীর মানুষের মধ্যে ছাড়াছাড়ির প্রবণতা দেখা যাচ্ছে। তাদের দাবী হল, ইসলামে শবে বরাতের কোন ধারণা নেই। এ ব্যাপারে যত রেওয়ায়েত আছে সব মওযু বা যয়ীফ। এসব অনুযায়ী আমল করা এবং শবে বরাতকে বিশেষ কোন ফযীলতপূর্ণ রাত মনে করা শরীয়তের দৃষ্টিতে জায়েয নয়। তারা এসব বক্তব্য সম্বলিত ছোটখাট পুস্তিকা ও লিফলেট তৈরী করে মানুষের মধ্যে বিলি করে।

মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩, ০৬:১৫

হিজাব: পরিচয় ও বৈশিষ্ট্য

হিজাবের পরিচয় ইসলামী শরীয়তের পরিভাষায়, অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে নারী-পুরুষ উভয়েরই তাদের নিজ নিজ রূপ-লাবণ্য ও সৌন্দর্যকে একে অপর থেকে আড়ালে রাখার জন্য ইসলামে যে বিশেষ ব্যবস্থা অবলম্বন করার নির্দেশ দেয়া হয়েছে, তাকে হিজাব বা পর্দা বলা হয়। (আল মু‘জামুল ওয়াসীত ১/১৫৬) সুতরাং এমন হিজাব ব্যবহার করতে হবে, যা এই উদ্দেশ্য পূরণ করে।

শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২, ২৩:৫০

মুহাদ্দিসদের দর্পণে যঈফ হাদীস

উসুলে হাদীসে খ্যাতি পাওয়া আলেমদের অন্যতম হলেন আবু আমর ইবনুস সালাহ। এই বিষয়ে তার লেখা ‘মারিফাতু আনওয়ায়ি ইলমিল হাদীস’ প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য গ্রন্থগুলোর একটি। একে মুকাদ্দমা ইবনে সালাহও নামেও ডাকা হয়। উক্ত গ্রন্থে সহীহ হাদীসের আলোচনায় লেখক বলন, ‘যখন মুহাদ্দিসগণ বলেন, ‘এই হাদীসটি সহীহ’ তখন তার অর্থ হল, সহীহ হওয়ার সকল গুণাবলী এতে বিদ্যমান এবং এর সনদও অবিচ্ছিন্ন। তবে বাস্তবেও হাদীসটা অকাট্য (১০০% প্রমাণীত) হওয়া আবশ্যক নয়। কারণ, কতক সহীহ হাদীস এমন আছে, যা কেবল একজন ন্যায়পরায়ণ রাবী বর্ণনা করেন। এবং সেটি ওইসব হাদীসেরও অন্তর্ভুক্ত নয় যা গ্রহণ করার বিষয়ে পুরো উম্মত একমত। এমনিভাবে যখন তারা কোন হাদীসের বিষয়ে বলেন, ‘এটি সহীহ নয়’ তখন বাস্তবেও সেটা মিথ্যা হওয়া অকাট্য নয়। কারণ অনেক সময় এটি বাস্তবে সহীহ হয়ে থাকে। এই কথার দ্বারা তাদের শুধু এতোটুকু বুঝানো উদ্দেশ্য যে, সহীহ হাদীসের শর্তানুসারে এর সনদটা সঠিকভাবে প্রমাণীত হয়নি।’

মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২, ২২:০৩
রাসুলুল্লাহ সা.-এর ভাষায়: যারা আমাদের মধ্য থেকে নয়

আল্লাহর সবচে’ বড় নেয়ামত মুজাদ্দিদে আলফেসানি রহ. বলেন, আল্লাহ তাআলার সকল নেয়ামত আপন স্থানে বড়। তবে আল্লাহর সবচে’ বড় নেয়ামত হল, মুহাম্মদ ﷺ এর অস্তিত্ব। এর দলিল হল, আল্লাহ বান্দাকে অসংখ্য নেয়ামত দিয়েছেন কিন্তু সরাসরি খোঁটা দেন নি। পক্ষান্তরে নবীজি ﷺ-কে পাঠিয়ে তিনি আমাদেরকে খোঁটা দিয়েছেন। আল্লাহ বলেন, لَقَدْ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে, তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। (সূরা আল ইমরান ১৬৪) এর দ্বারা বুঝা গেল, নবীজি ﷺ-এর অস্তিত্বই আমাদের জন্য সবচে’ বড় নেয়ামত।

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:২২
দুশ্চিন্তা থেকে মুক্তির ১০ আমল

দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আমাদের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ। এটি আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে আবার রহমতও হতে পারে। শাইখুল ইসলাম তাকী উসমানী বলেন, যদি দুশ্চিন্তাগ্রস্থ হওয়ার পর তোমার গুনাহ বেড়ে যায়, আমল কমে যায় তাহলে এটা একথার আলামত যে, পেরেশানিটা তোমার ওপর আল্লাহর পক্ষ থেকে আযাব। পক্ষান্তরে যদি তোমার আমল বেড়ে যায়, গুনাহ কমে যায় তাহলে পেরেশানিটা হবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। মূলত এর মধ্যমে তিনি তোমার মর্যাদা বাড়াবেন কিংবা গুনাহ মাফ করে দিবেন।

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৫৩

পিতার প্রতি সদ্ব্যবহার

পরিচ্ছেদঃ ৩– পিতার প্রতি সদ্ব্যবহার। ৫। হযরত আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, যে একদা রাসূলুল্লাহ্ (সা)–কে জিজ্ঞাসা করা হইলঃ ইয়া রাসূলাল্লাহ! সদ্ব্যবহার লাভের সর্বাধিক যােগ্য পাত্র কে ? ফরমাইলেনঃ তােমার মাতা। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করিলেন। অতঃপর কে?

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২, ১৪:০০

মাতার প্রতি সদ্ব্যবহার

পরিচ্ছেদঃ ২– মাতার প্রতি সদ্ব্যবহার। ৩। আবু আসিম বাহ্ ইবন হাকীমের প্রমুখাৎ, তিনি তদীয় পিতার এবং তদীয় পিতা তদীয় পিতামহের প্রমুখাৎ বর্ণনা করেন, আমি জিজ্ঞাসা করিলামঃ ইয়া রাসূলাল্লাহ! সদ্ব্যবহার লাভের সর্বাধিক যােগ্য পাত্র কে? তিনি ফরমাইলেনঃ তােমার মাতা। বলিলাম । তারপর কে? ফরমাইলেন ঃ তােমার মাতা।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২, ১৩:৫৬

পিতামাতার প্রতি সদ্ব্যবহার

পরিচ্ছেদঃ ১– পিতামাতার প্রতি সদ্ব্যবহার। আল্লাহ তা`আলা বলেনঃ “আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ প্রদান করিয়াছি।” – আল কুরআন, ২৯ঃ৮

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২, ১৩:৫৩

পিতামাতার প্রতি সদ্ব্যবহার

পরিচ্ছেদঃ ১– পিতামাতার প্রতি সদ্ব্যবহার। আল্লাহ তা`আলা বলেনঃ “আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ প্রদান করিয়াছি।” – আল কুরআন, ২৯ঃ৮

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২, ১৩:৫০

বিবাহ ও দাম্পত্য জীবন : কিছু দ্বীনী মুযাকারা

বিবাহ মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। স্বাভাবিক জীবনের অনিবার্য একটি প্রয়োজন। একজন মানুষ যখন শিশু হিসেবে ভূমিষ্ঠ হয় তখনই তার মাঝে খাবারের চাহিদা থাকে; বরং মাতৃগর্ভে প্রাণ সঞ্চারের পর থেকেই তার মাঝে খাবারের চাহিদা সৃষ্টি হয়। এ সময় তার মাঝে মানবজীবনের অন্য অনেক সাধারণ চাহিদা থাকে না। সে ভূমিষ্ঠ হয়ে ধীরে ধীরে যখন বড় হতে থাকে তখন পর্যায়ক্রমে তার অনেক প্রয়োজন দেখা দিতে থাকে। যখন সে আরো বড় হয়, পরিণত বয়সে উপনীত হয় তখন তার বিবাহের প্রয়োজন হয়। ব্যক্তিভেদে মানুষের জীবনে বিভিন্ন ধরনের প্রয়োজন থাকতে পারে, তবে কিছু প্রয়োজন এমন রয়েছে, যা প্রায় প্রতিটি মানুষের মাঝেই বিদ্যমান। বিবাহ তারই একটি।

শনিবার, ২২ অক্টোবর ২০২২, ০৭:১৯

দাওয়াতের মতো সবার জন্য দ্বীনী তালীমের ব্যবস্থা করাও অপরিহার্য

ব্যাপক দাওয়াতের প্রয়োজনীয়তা দ্বীনের অনুসারীদের কাছে দ্বীনের অন্যতম প্রধান দাবি এই যে, তারা যেন সর্বস্তরের মানুষের মাঝে দ্বীনের অনুসরণ ব্যাপক করার চেষ্টা করেন এবং দ্বীনের দাওয়াতকে সমাজের কোনো বিশেষ শ্রেণী বা শুধু আগ্রহী ব্যক্তিদের মাঝে সীমাবদ্ধ না রাখেন। মুসলমানদের মনে মুসলমানিত্বের অনুভূতি জাগ্রত করার এবং দ্বীনের প্রতি আগ্রহ সৃষ্টির প্রচেষ্টা দ্বীনের গুরুত্বপূর্ণ দাবি। মুসলমানদেরকে এ বিষয়ে সচেতন করতে হবে যে, দ্বীন ও ঈমান হচ্ছে শিক্ষা করার বিষয়। শেখা ছাড়া এমনি এমনি তা অর্জিত হয় না আর তা জাগতিক বিভিন্ন বিদ্যা ও পেশা শিক্ষার চেয়ে অনেক বেশি জরুরি।

শনিবার, ২২ অক্টোবর ২০২২, ০৬:৩৬

সমাজ গঠনে সীরাতের ভূমিকা

সাত. আইনের চোখে সবাই সমান এই সাম্য ইসলাম সর্বক্ষেত্রে রক্ষা করেছে। আরবের এক সম্ভ্রান্ত গোত্রের এক নারী চুরি করেছিল। গোত্রের সম্মানে তারা ঐ নারীর হাত না কাটার অনুরোধ করেছিল। তখন ক্রোধে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল। তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন- إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ، أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الحَدَّ، وَأيْمُ اللهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا.

সোমবার, ১০ অক্টোবর ২০২২, ২২:২৮

সমাজ গঠনে সীরাতের ভূমিকা

সমাজবদ্ধতা মানুষ একা একা জীবনযাপন করতে পারে না। তাকে অন্যের সাথে থাকতে হয়, অন্যের সহযোগিতা ও সাহচর্যের প্রয়োজন হয়। পরস্পর সহযোগিতা ও আদান-প্রদানের মাধ্যমেই সমাজ এগিয়ে যায়। তাই সমাজবদ্ধতা মানুষের সাধারণ প্রয়োজন।

রোববার, ৯ অক্টোবর ২০২২, ১২:২৯

ব্যক্তি ও সমাজ গঠনে সীরাতের ভূমিকা

এই প্রবন্ধের বিষয়বস্তু দুই ভাগে বিভক্ত। এক. ব্যক্তি গঠন দুই. সমাজ-গঠন। প্রথম ভাগের সম্পর্ক সমাজের প্রতিটি ব্যক্তির সাথে আলাদাভাবে আর দ্বিতীয় ভাগের সম্পর্ক মানবজাতির সামাজিক সমস্যা ও তার সমাধানের সাথে। এ বিষয়ে ইসলামী শিক্ষা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও নির্দেশনা এবং তাঁর জারিকৃত নীতি ও বিধান এ প্রবন্ধের বিষয়বস্তু।

শনিবার, ৮ অক্টোবর ২০২২, ২৩:০১

জান্নাত আমার কত কাছে!

জীবন টিকিয়ে রাখার জন্য মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন শ্বাস-নিঃশ্বাস, যে প্রয়োজন পূর্ণ হয় বাতাসের মাধ্যমে। কিছুক্ষণের জন্য সেই বাতাস বন্ধ হয়ে গেলে মানুষ বেঁচে থাকতে পারে না। জীবনের অতি প্রয়োজনীয় এই বস্তুটিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সহজ করেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ অবারিতভাবে এই নিআমত গ্রহণ করছে।

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:১৮