হবিগঞ্জে এনসিপির পথসভা: ‘আবার শুরু নতুন লড়াই’

ফ্যাসিবাদ ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, স্বাস্থ্য ও শিক্ষার দুরবস্থার অভিযোগ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা যে নতুন বাংলাদেশ গড়ার লড়াই শুরু করেছিলাম, তা এখনো শেষ হয়নি। কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও অধরা। মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে সবাইকে আবার শামিল হতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান পৌর মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত এনসিপির পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সংহতি তৈরি হয়েছে, সেটিই আমাদের শক্তি। বর্তমানে দেশে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। এই রাজনীতি ভেঙে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মানবাধিকারের পক্ষে আছি। বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বিএনপি ও যুবদলের এক কর্মীকে হত্যার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
পথসভায় বক্তারা হবিগঞ্জের শিক্ষা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কথাও তুলে ধরেন। নাহিদ ইসলাম বলেন, ‘হবিগঞ্জের মানুষ এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলায় মানসম্মত কোনো হাসপাতাল নেই, বিশ্ববিদ্যালয় নেই। মানুষের চিকিৎসার জন্য এখনো সিলেট বা ঢাকায় যেতে হয়। কিন্তু কোনো রাজনৈতিক দল এসব সমস্যাকে অগ্রাধিকার দেয়নি।’
এর আগে বিকেল ৪টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে ওঠেন। বিকেল ৫টায় সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মিলনায়তন প্রাঙ্গণে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় নাহিদ ইসলাম বলেন, ‘গত বছর ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ছাত্রসমাজ রাজপথে নামে। আমরা সেই সাহসী তরুণদের সম্মান জানাই, জানাই জুলাইয়ের নারীদের প্রতিও।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে এনসিপির সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। জনগণের এই সাড়া আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে শক্তি যোগাচ্ছে।’
পথসভা সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে আরও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
পথসভায় স্বাগত বক্তব্য দেন এনসিপির হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন।