নতুন বাংলাদেশের জন্য রাজপথে নেমেছে এনসিপি

নতুন সংবিধান ও বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা।
‘বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি’—এই ঘোষণা দিয়ে সিলেটে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সভায় নতুন সংবিধানের দাবি জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে থাকবে সাধারণ মানুষের অধিকার, সিলেটের মানুষের মর্যাদা। আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে রাজপথে নেমেছি।” তিনি বলেন, “সিলেট ও এর আশপাশে ১৭ জনের বেশি শহীদ হয়েছেন। তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।”
এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে চৌহাট্টা এলাকা থেকে এনসিপির নেতা-কর্মীরা পদযাত্রা শুরু করেন, যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শুরু হয় পথসভা।
এনসিপির আহ্বায়ক বলেন, “সিলেট তেল, গ্যাস, পাথরসহ খনিজ সম্পদে সমৃদ্ধ। এই অঞ্চলকে একটি আধুনিক শিল্পোন্নত শহরে রূপান্তরিত করতে হবে। এনসিপি স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবে।”
তিনি প্রবাসী সিলেটবাসীর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং সিলেটকে এনসিপির অন্যতম দুর্গ হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান।
সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “এনসিপি কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজদের দল নয়। এটি সংকটের ভিতর থেকে উঠে আসা একটি আন্দোলনের প্রতিফলন। আওয়ামী লীগের অধ্যায়ের অবসান ঘটিয়ে এনসিপি এসেছে।”
তিনি আরও বলেন, “দেশটি এখন ধনিক শ্রেণি, প্রশাসন ও করপোরেটদের নিয়ন্ত্রণে চলে গেছে। এনসিপির নেতৃত্বে দেশ ফিরবে জনগণের হাতে।”
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা বিএনপির বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বিরোধী নই, আমরা চাঁদাবাজি, সিন্ডিকেট ও সন্ত্রাসবাদের বিরোধী। যারা আমাদের সঙ্গে ঐক্য করবে, তাদের এ শর্ত মানতেই হবে—জনগণের পক্ষে রাজনীতি করতে হবে।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, এহতেশাম হক, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্যসচিব জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা জুনেদ, সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
দিনের শুরুতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জে পদযাত্রা ও সভায় অংশ নেন। পরে বিকেলে সিলেটে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক।
পরে রাতে নেতারা হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য রওনা হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।