নির্বাচনী বাজেটে কার্পণ্য হবে না - অর্থ উপদেষ্টা

নির্বাচনের জন্য বাজেটে বরাদ্দ নিশ্চিত করা হবে - অর্থ উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাজেট বরাদ্দে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় ব্যয় বরাদ্দ নিশ্চিত করা হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য যা যা প্রয়োজন, তার অর্থ বরাদ্দে সংকোচ করা হবে না।”
তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়টি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে নীতিগত অনুমোদন পেয়েছে। এ ছাড়া ক্রয় কমিটির বৈঠকে ডিএপি ও ইউরিয়া সার এবং এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সারের সরবরাহ বাড়বে বলেও জানান তিনি।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন নিয়ে তিনি বলেন, “আপনারা যে প্রজ্ঞাপন দেখেছেন, সেটাই চূড়ান্ত। তার বাইরে নতুন কোনো আদেশ জারি হয়নি। সিদ্ধান্ত এনবিআর নিয়েছে, আমি শুধু প্রজ্ঞাপন জারি করেছি।”
চট্টগ্রাম বন্দরের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, “বন্দর পুরোপুরি অচল হয়নি। কিছু পণ্য বন্দরে ঢুকেছে এবং সেগুলোর জাহাজীকরণ প্রক্রিয়া শুরু হবে। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি, তবে বড় ধরনের ক্ষতি হয়নি।”