ইসরায়েলি পার্লামেন্টে বিতর্কিত ভূখণ্ড প্রস্তাব

ফিলিস্তিনি রাষ্ট্র ধারণা বাদ, ৭১ ভোটে পাস হলেও প্রস্তাব এখনো আইনি নয়
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট বুধবার অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবটি আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও, নেসেটের এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত হওয়ায় এর রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহারোনোত জানিয়েছে, ১২০ সদস্যবিশিষ্ট নেসেটে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৭১ জন আইনপ্রণেতা, বিপক্ষে ভোট দেন ১৩ জন। মধ্যপন্থী কাহোল লাভান এবং ইয়েশ আতিদ দল ভোট দেওয়া থেকে বিরত ছিল।
প্রস্তাবে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীর ‘ইহুদি জনগণের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মাতৃভূমির অবিচ্ছেদ্য অংশ’। হেবরন, নাবলুস, শিলোহ ও বাইত এলের মতো শহরগুলোকে ‘ইসরায়েলে ইহুদি উপস্থিতির ঐতিহাসিক ধারাবাহিকতার প্রমাণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রস্তাবে ৭ অক্টোবরের হামলাকে তুলে ধরে দাবি করা হয়, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে।
নেসেটের এই প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, পশ্চিম তীর ও জর্ডান উপত্যকার সব ইহুদি বসতিতে দ্রুত সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে—অর্থাৎ সেখানে ইসরায়েলের আইন, বিচার ও প্রশাসনিক কার্যক্রম চালু করতে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। পরে ২০০৫ সালে গাজা থেকে সেনা ও বসতি প্রত্যাহার করা হলেও বর্তমানে অঞ্চলটি আবারও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
জর্ডান উপত্যকা অধিকৃত পশ্চিম তীরের পূর্ব অংশে অবস্থিত একটি কৌশলগত ও উর্বর অঞ্চল, যা প্রায় ১০ হাজার বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। অঞ্চলটি ফিলিস্তিনিদের কৃষিকাজ, জীবনধারা এবং ভূরাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজারেরও বেশি।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক মতামতে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলকে অবৈধ ঘোষণা করে এবং অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানিয়েছিল।