স্মরণসভায় উপদেষ্টাদের অনুপস্থিতি, ক্ষোভ প্রকাশ রাশেদ খানের

উপদেষ্টাদের জন্য সংরক্ষিত আসনগুলো শূন্য পড়ে থাকে স্মরণসভায়। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরা ও গণ অধিকার পরিষদের নেতারা।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত সভায় কোনো উপদেষ্টার উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
আজ শনিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই স্মরণসভার আয়োজন করে 'জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি'। সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম থাকলেও তিনি আসেননি। এছাড়া উপদেষ্টাদের জন্য সামনের সারির আসন সংরক্ষিত থাকলেও কেউ উপস্থিত হননি।
সভায় বক্তব্য দিতে গিয়ে রাশেদ খান বলেন, “আজকের এই দিনটি অত্যন্ত বেদনাদায়ক। শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা আসেননি। এটা শহীদ পরিবারের সঙ্গে তামাশা। কেন আসেননি, কী কারণে আসেননি—এ প্রশ্নের উত্তর তাঁদের দিতে হবে।”
তিনি আরও বলেন, “যারা চোখের সামনে হত্যাকাণ্ড দেখেননি, যারা গত ১৫ বছরে কখনো রাজপথে নামেননি, তাদের নিয়ে সরকার গঠন হয়েছে। এটি একটি লজ্জাজনক বাস্তবতা।”
অনুষ্ঠানের আয়োজন নিয়ে হতাশা প্রকাশ করে শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বলেন, “আমরা দুই মাস ধরে উপদেষ্টাদের আমন্ত্রণ জানিয়েছি। তারা আসবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে এসেও কেউ আসেননি। যদি না আসতে চান, তাহলে অন্তত আগেই জানাতে পারতেন।”
সভায় উপদেষ্টাদের জন্য নির্ধারিত আসনে তাঁদের অনুপস্থিতি লক্ষ্য করে অনেক শহীদ পরিবারের সদস্য ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান ত্যাগ করেন।