সামিউনের ব্যাটে যুবাদের নাটকীয় জয়

ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারানোর পর বিজয়ের উল্লাসে সামিউন ও স্বাধীন।
জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে রোমাঞ্চকর এক লড়াইয়ে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের জয়ে ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার সামিউন বশির।
মাত্র ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। ষষ্ঠ উইকেট পড়ে ৫৯ রানে। এমন পরিস্থিতিতে ক্রিজে এসে সামিউন একাই লড়াই চালিয়ে যান।
আবদুল্লাহর বিদায়ের পর আল ফাহাদকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৩১ রান যোগ করেন সামিউন। এরপর ফাহাদ (৯০) ও দেবাশিস (৯৭) বিদায় নিলে ১০৯ রানে পড়ে নবম উইকেট। ইনিংসের ২৭তম ওভারে ইকবাল হোসেন আউট হলে ম্যাচ হেলে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকেই।
তবে শেষ উইকেটে স্বাধীন ইসলামকে সঙ্গী করে সামিউন বশির ধীরে ধীরে ম্যাচ ঘুরিয়ে দেন। ২৮তম ওভারে পল জেমসকে দুটি চার, আর ২৯তম ওভারে দয়ালান বয়েসের দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছক্কায় স্কোর সমান করেন তিনি। ঠিক পরের বলেই কাভারের দিকে ঠেলে ১ রান নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন সামিউন, যা ৩৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো। এটি তাঁর অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার জাওয়াদ আবরার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৩৪.৪ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায়। বল হাতে বাংলাদেশের পেসার আল ফাহাদ ১০ ওভারে ৩২ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। সামিউন বশিরও বোলিংয়ে অবদান রাখেন—৭ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
ত্রিদেশীয় এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ে। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল ম্যাচে।