যুক্তরাষ্ট্রের শুল্ক এখনো চূড়ান্ত নয়, আলোচনা করেই সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত পাল্টা শুল্ক এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিষয়টি নির্ধারিত হবে ‘ওয়ান টু ওয়ান’ আলোচনা বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বাণিজ্য উপদেষ্টা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। আজকেই বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল যাচ্ছেন। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR)–এর সঙ্গে ৯ জুলাই ভোরে (যুক্তরাষ্ট্রের ৮ জুলাই) বৈঠক হবে। মিটিংয়ের পরেই আমরা স্পষ্ট ধারণা পাব কী ঘটতে যাচ্ছে।’
আলোচনার ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আশাবাদী। আলোচনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ভিয়েতনাম তুলনামূলক কম শুল্ক দিতে পারলেও বাংলাদেশ পারছে না কেন—এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ বিলিয়ন ডলার, যেখানে ভিয়েতনামের ১২৫ বিলিয়ন ডলার। এত অল্প ঘাটতির দেশ হিসেবে আমাদের পণ্যের ওপর এত বেশি শুল্ক আরোপ করার যৌক্তিকতা নেই।’