মাইলস্টোন দুর্ঘটনায় শোক মিছিল মহিলা পরিষদের

আহতদের চিকিৎসা, সুষ্ঠু তদন্ত ও পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ দাবি
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর মহিলা পরিষদের উদ্যোগে এ উপলক্ষে রাজধানীতে একটি শোক মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হয়ে নিমতলীর মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্পাদকমণ্ডলীর সদস্য, ঢাকা মহানগর কমিটি ও পাড়া কমিটির নেতারা অংশ নেন। তাঁরা নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।
মহিলা পরিষদ আহতদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।