‘ভ্যাট স্মার্ট চালান’ চালু, স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে কর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
মূল্য সংযোজন কর (ভ্যাট) সংগ্রহে ডিজিটাল পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন ব্যবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট কেটে সরাসরি সরকারি হিসাবে জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। এই কার্যক্রমকে সফল করতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছে এনবিআর।
সোমবার (১৪ জুলাই) এনবিআর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, নির্ধারিত খাতগুলোতে EFD/SDC ও PKI-POS প্রযুক্তির মাধ্যমে ‘ভ্যাট স্মার্ট চালান’ ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থায় দুটি প্রতিষ্ঠান—Genex Infosys Ltd. এবং Relief Validation Ltd. (জার্মান প্রতিষ্ঠানের সহযোগী)—মাঠপর্যায়ে ভ্যাট সংগ্রহের কাজ করছে।
এ পদ্ধতিতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে নির্ধারিত ভ্যাটের অর্থ স্বয়ংক্রিয়ভাবে কর্তন হয়ে সরাসরি এনবিআরের নির্ধারিত হিসাবে জমা পড়বে। পুরো প্রক্রিয়া রিয়েলটাইমে এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন হবে।
এ লক্ষ্যে পেমেন্ট সিস্টেম অপারেটর (PSO) হিসেবে SSL, DGePay, Amarpay ইত্যাদি প্রতিষ্ঠান ভ্যাট আদায়ে মাধ্যম হিসেবে কাজ করবে। একইসঙ্গে তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) এবং কার্ড সংস্থাগুলোকে এই লেনদেনের সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লেনদেনের ক্ষেত্রে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী। কার্ড ব্যবহার করে ২৫ হাজার টাকার নিচে লেনদেনের জন্য সর্বোচ্চ ২০ টাকা এবং তার বেশি হলে ৫০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হবে। অন্যদিকে মোবাইল বা PSP গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে ভ্যাটের ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা (যেটি কম হয়) চার্জ প্রযোজ্য হবে।
এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সই করা আদেশে বলা হয়, “ভ্যাট আদায় আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে গতি আসবে এবং জবাবদিহি বাড়বে।”
সরকারি রাজস্ব আদায়কে আরও নির্ভরযোগ্য ও সময়োপযোগী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়।