শহীদ পরিবারের পুনর্বাসন ও চাকরির আহ্বান জামায়াত আমিরের

শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি জানাচ্ছেন জামায়াত আমির।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সম্মানজনক পুনর্বাসন ও চাকরির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত স্মরণসভায় এই আহ্বান জানান তিনি। “৩৬ জুলাই বিপ্লবের বীর শহীদদের” স্মরণে আয়োজিত এ সভার আয়োজন করে ‘জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ’।
শফিকুর রহমান বলেন, “প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের যোগ্যতা ও সম্মানের ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা কোনো কোটার বিষয় নয়। কোটা মানে হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে কারও গলায় ঝুলে থাকা সুযোগ। কিন্তু শহীদ পরিবারের সদস্যরা আমাদের কাছে কোনো দাবি করেননি, বরং এটা আমাদের কর্তব্য।”
তিনি বলেন, “যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তবুও তাঁরা জাতির জন্য জীবন দিয়েছেন। এখন তাঁদের পরিবারের সম্মানজনক জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
শহীদ পরিবারের সদস্যদের ‘জুলাই সনদ’ প্রস্তাব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “এটা শুধু শহীদ পরিবারের দাবি নয়, দেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। অথচ রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করলেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে।”
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “জুলাইয়ে শহীদদের আত্মত্যাগ না থাকলে, আপনাদের কাশিমপুর বা কেরানীগঞ্জ কারাগারেই দিন কাটাতে হতো। তাই সবকিছুর আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে।”