রিয়ালের বিপক্ষে হেরে ক্লান্তিতে বিধ্বস্ত জুভেন্টাস, ১০ খেলোয়াড়ই চেয়েছিলেন মাঠ ছাড়তে

ম্যাচ শেষে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক দুর্বলতার কথা জানান জুভেন্টাস কোচ তুদোর।
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে জুভেন্টাস। যদিও স্কোরলাইন ম্যাচের প্রকৃত চিত্র তুলে ধরে না। পুরো ম্যাচেই স্প্যানিশ ক্লাবটির দাপট ছিল স্পষ্ট, আর জুভেন্টাস ছিল কার্যত কোণঠাসা।
জুভেন্টাসের গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিও একাই ১০টি সেভ করে হারের ব্যবধান বাড়তে দেননি। তবে ম্যাচ শেষে দলের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে যে তথ্য দিয়েছেন কোচ ইগর তুদোর, তা আরও চমকে দেওয়ার মতো।
ম্যাচের পর কোচ তুদোর বলেন, “পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে একাদশে থাকা ১১ জনের মধ্যে ১০ জনই মাঠ ছাড়তে চেয়েছিলেন। সবাই এতটা ক্লান্ত ছিলেন, যা ভাষায় বোঝানো কঠিন।”
মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে মাঠের তাপমাত্রা ছিল প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস (৮৮ ডিগ্রি ফারেনহাইট)। যদিও এটি খুব বেশি নয় বলেই বিবেচিত হয়, তবুও জুভেন্টাস দলের খেলোয়াড়দের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।
কোচ তুদোর বলেন, “এই ম্যাচে আমাদের খেলোয়াড়দের ওপর শারীরিক ও মানসিক চাপ ছিল অনেক বেশি। দীর্ঘ মৌসুমের ক্লান্তি, গরম, আর্দ্রতা—সব মিলিয়ে মাঠে টিকে থাকাটাই ছিল চ্যালেঞ্জিং।”
তিনি আরও যোগ করেন, “আজকের কন্ডিশন ছিল ভয়াবহ। খেলোয়াড়দের শক্তি ফুরিয়ে গেছে। আমরা সবাই একটা বিরতির খুবই প্রয়োজন অনুভব করছি।”
রিয়ালের বিপক্ষে হারের পর অবশ্য নেতিবাচক মনোভাব না নিয়ে বরং সামনে তাকাতে চান তুদোর। বলেন, “এখন আমাদের বিশ্রামের সময়। তিন সপ্তাহ সময় পাব। আমি মনে করি, ক্লাব বিশ্বকাপ আমাদের শেষ নয়। বরং বিশ্রাম শেষে আরও শক্তিশালী হয়ে ফিরব।”
৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও সম্প্রতি নানা সমালোচনা হয়েছে। সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাও নতুন এই টুর্নামেন্ট কাঠামো নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় তুদোরের বিরূপ অভিজ্ঞতাও যুক্ত হলো, যদিও তিনি সরাসরি সমালোচনা না করে সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন।