১৩০ রানের জয়ে দক্ষিণ আফ্রিকায় সফর শুরু বাংলাদেশের যুবাদের

প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত জয়ে উল্লাসে বাংলাদেশের যুবারা
দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বুধবার কিম্বারলিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৩০ রানে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
প্রথমে ব্যাট করতে নেমে জাওয়াদ, আবদুল্লাহ ও রিজান হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান তোলে বাংলাদেশ। জাওয়াদ ৬১ বলে ৭০ রান করেন। পরে মোহাম্মদ আবদুল্লাহ (৬৩ বলে ৭৬) ও রিজান হোসেন (৫৫ বলে ৬৩) দুজনেই ফিফটি তুলে নেন। শেষদিকে ফরিদ হাসান ও দেবাশিস সরকারের ছোট কিন্তু কার্যকর ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই ধস নামে। মাত্র ৫ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। পেসার ইকবাল হোসেন তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ইনজুরির কারণে জেসন রোলস কনকাশন বদলিতে বাদ পড়লে, ভিহান প্রিটোরিয়াস এলবিডব্লু হন স্বাধীন ইসলামের বলে। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র লড়াই করেন অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া। তিনি ৭৯ বলে ৭২ রান করেন।
শেষপর্যন্ত ৩৭.১ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল। বাংলাদেশের ইকবাল হোসেন ৭ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১৯ জুলাই, আর শেষ ওয়ানডে ২২ জুলাই।