গোপালগঞ্জে সংঘর্ষের মাঝে পড়ে আহত পানির কোম্পানির কর্মী

গোপালগঞ্জ সদর থানার পাচুরিয়া গ্রামে সংঘর্ষে সুমন বিশ্বাস (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি স্থানীয় একটি পানির কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার আগে দুপুর দেড়টার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।
সুমনের মা নিপা বিশ্বাস জানান, তার ছেলে প্রতিদিনের মতো ডিউটি শেষে বাড়ি ফিরছিল। পথে গোপালগঞ্জ সদর থানার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি গুলি তার কোমরে এবং আরেকটি গুলি হাতে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জ থেকে সুমন বিশ্বাস নামে এক গুলিবিদ্ধ যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।