‘এরা ফাঁদ পাতছে, আমরা পা দেব না’ — মির্জা ফখরুল

স্মরণসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘এরা ফাঁদ পাতছে। আমাদের উসকানি দিচ্ছে যেন আমরা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ি, সংঘাত করি। এর মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ বাধাগ্রস্ত করতে চায় তারা। তবে আমরা সেই ফাঁদে পা দেব না।’
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্র যেন পুনরুদ্ধার না হয়, সে লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ চলছে।’ তিনি অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও অশ্রাব্য ভাষা ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘তারেক রহমান জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত। তাঁকে নিয়ে ভয় পাচ্ছে শাসকগোষ্ঠী। আমরা বলতে চাই, তারা সঠিক জায়গায় থাকবে—মানুষই তাদের জায়গা দেখিয়ে দেবে।’
নির্বাচন নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘লন্ডনে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত হওয়ার পর থেকেই গোলমালের শুরু। উদ্দেশ্য—নির্বাচন যেন না হয়। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের লড়াইয়ে সব সময় সফল হয়েছে।’
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, উত্তেজিত হবেন না। কোনো ফাঁদে পা দেবেন না।’
স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘যাদের ভবিষ্যৎ নেই, তারাই নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র করছে। বিএনপি কোনো ফাঁদে পা দেবে না।’
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির রিজভী গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে বলেন, ‘এটা বিচ্ছিন্ন কিছু নয়, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। উদ্দেশ্য—নির্বাচন পেছানো।’
অন্য বক্তারা সবাই ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, দলের স্বার্থে অনেকে অনেক কিছু সহ্য করছেন।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপন, আমানউল্লাহ আমান, কামরুজ্জামান রতন, রফিকুল ইসলাম, আজীজুল বারী হেলাল, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।