মোহাম্মদপুরে এক ঘণ্টায় দুই খুন, গুলি ও কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা আবারও সন্ত্রাসীদের তৎপরতায় উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (১৬ জুলাই) মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডে কেঁপে ওঠে এলাকাগুলো।
রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম (২৯) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা। এই দুই হত্যাকাণ্ড ঘিরে পুরো মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার পর নবোদয় হাউজিংয়ের ১০ নম্বর রোডে একটি মোটরসাইকেলে করে মুখোশ পরা তিনজন ব্যক্তি এসে ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ইব্রাহিম পেশায় একজন প্রাইভেট কার চালক। ঘটনার সময় স্থানীয়রা ধাওয়া করে সজীব (৩২) ও রুবেল (৩৫) নামে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
অন্যদিকে রাত ৯টার দিকে চাঁদ উদ্যান এলাকায় আল আমিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কয়েক দিন আগে তিনি কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেন। এই ঘটনার জেরে বুধবার রাতে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের মাথায় তাকে কুপিয়ে হত্যা করে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, “আমরা ঘটনাস্থলে আছি। দুটি হত্যাকাণ্ড নিয়েই কাজ করছি। দ্রুত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।”