ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে—মাহমুদূর রহমান

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান
আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গোপালগঞ্জের আজকের ঘটনা জুলাইয়ে যারা একসঙ্গে লড়াই করেছিলেন তাদের জন্য একটি ‘ওয়েকআপ কল’। তিনি বলেন, “এ রকম অবস্থা চলতে থাকলে আমাদের আবার অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। আমরা যদি আবার ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি তাহলে ইনশাআল্লাহ সেই পরাশক্তি আবার দমন হবে।”
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘শহীদ আবু সাঈদ ও জাগ্রত চেতনার বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, “আজ গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে। আজ সকালেও আমার একটি প্রতিবেদন ‘জবানে লাগাম দিন’-এ আমি বলার চেষ্টা করেছিলাম যে, জুলাই যোদ্ধারা যদি রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে পড়ে এবং একে অপরকে বিনাশ করার জন্য রাস্তায় নামে, তাহলে তার পরিণতিতে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। কাকতালীয়ভাবে তার প্রমাণ আজ আমরা গোপালগঞ্জে দেখতে পাচ্ছি।”
তিনি আরও বলেন, “এখানে একদিক দিয়ে রাজনীতিবিদদের ব্যর্থতা রয়েছে, তবে তার থেকেও বড় ব্যর্থতা সরকারের। সরকারের জানা উচিত ছিল যে, আজ এনসিপির ছেলেরা গোপালগঞ্জে যাবে। তাদের আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এই ব্যর্থতার পর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন, তিনি কি আর ক্ষমতায় থাকতে পারেন কিনা, সেটা নিয়েও এখন চিন্তা করা দরকার।”
মাহমুদুর রহমান বলেন, “অনেকে বলে, জুলাই বিপ্লবের পেছনে আবেগ কাজ করে না। কিন্তু আমি মনে করি, আবেগটাই সব। আবেগের কারণেই মানুষ জীবন দেয়। আবেগ না থাকলে মানুষ জীবন দিতে পারে না। তরুণদের কারণে বাংলাদেশ নিরাপদ থাকবে। এটি বারবার প্রমাণিত যে, যখন তরুণরা রুখে দাঁড়ায়, তখন সেই রাষ্ট্রকে আর পদানত করা যায় না। আমি মনে করি, আমাদের আর স্পার্টাকাস, চে গুয়েভারার গল্প পড়ার দরকার নেই। আমরা আজ থেকে পড়বো শহীদ আবু সাঈদ, মুগ্ধ, নাফিজদের গল্প।”