পূর্ব চীন সাগরে ফের চীনা উসকানি, কড়া বার্তা জাপানের

গত সপ্তাহে পূর্ব চীন সাগরের আকাশে চীনের যুদ্ধবিমান একাধিকবার জাপানের আত্মরক্ষা বাহিনীর গোয়েন্দা বিমানের অস্বাভাবিক কাছাকাছি চলে আসায় চীনকে কড়া বার্তা দিয়েছে জাপান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুইটি ঘটনাই আন্তর্জাতিক জলসীমার ওপর ঘটেছে।
প্রথম ঘটনাটি ঘটে গত বুধবার সকালে। একটি চীনা জেএইচ-৭ যুদ্ধবিমান জাপানি ওয়াইএস-১১ গোয়েন্দা বিমানের আশেপাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়তে থাকে। একপর্যায়ে বিমান দুটি মাত্র ৩০ মিটার অনুভূমিক দূরত্বে চলে আসে। সেই সময় জাপানি বিমানটি নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ছিল।
পরবর্তী ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। আবারও একটি জেএইচ-৭ বিমান প্রায় ১০ মিনিট ধরে জাপানের একটি ওয়াইএস-১১ বিমানের অদূরে বারবার উড়ে যায়। এ সময় তাদের মধ্যকার অনুভূমিক দূরত্ব ৬০ মিটারে নেমে আসে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাগুলোকে 'গুরুতর উদ্বেগজনক' আখ্যা দিয়ে চীনের কাছে তীব্র আপত্তি জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে কড়া বার্তা দিয়েছে।
এই পরিস্থিতির মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে জাপান বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন একটি স্থায়ী ঘাঁটিতে ভি-২২ অসপ্রে (V-22 Osprey) যুদ্ধবিমানের বহর মোতায়েন শুরু করেছে। জাপানের গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্স জানিয়েছে, ১৭টি অসপ্রে বিমানের প্রথমটি ইতোমধ্যে ক্যাম্প সাগা-তে পৌঁছেছে। বাকিগুলো আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে যুক্ত হবে।
চীনের ক্রমবর্ধমান সমুদ্র কার্যকলাপের প্রেক্ষাপটে জাপানের এ উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা।